Wednesday, June 23, 2021

আশাশুনির খাজরায় আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন https://ift.tt/eA8V8J

নিজস্ব প্রতিনিধি: আশাশুনির খাজরা ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের গৌরবোজ্জল ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে।
বুধবার (২৩ জুন) সকালে গদাইপুর কমিউনিটি ক্লিনিকের মাঠে আশাশুনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও খাজরা ইউপি চেয়ারম্যান এসএম শাহনেওয়াজ ডালিম প্রধান অতিথি হিসেবে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ প্রত্যেক ব্যক্তি ৩টি করে গাছের চারা রোপন কর্মসূচী উদ্বোধন করেন। পরে উপজেলা পরিষদের বাস্তবায়নে করোনা ভাইরাস প্রতিরোধে পথচারিদের মাঝে মাস্ক, সাবান, হ্যান্ডস্যানিটাইজার বিতরন করেন।
এছাড়াও এ দিন ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ৩ শতাধিক ভ্যান শ্রমিকের মাঝে প্রধানমন্ত্রীর নগদ আর্থিক সহায়তা ৫শত টাকাও বিতরণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা মান্নান মাষ্টারের সভাপতিত্বে সিরাজুল ইসলামের সঞ্চলনায় এসময় বড়দল আফতাব উদ্দীন কলেজিয়েট স্কুলে অধ্যক্ষ ড: শিহাব বুদ্দীন, ইউপি সদস্য হোসেন আলী, অনুপ কুমার সানা, সন্ধ্যা রানী, বীর মুক্তিযোদ্ধা এবাদুল মোল্যা, ইয়ানুর গাইন, টুকু সরদার, সাবেক ইউপি সদস্য ছাত্তার, কবির হোসেন, আনিছ, সাংবাদিক কৃষ্ণ মোহন ব্যানার্জী, নুরুল ইসলামসহ বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন অংগ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

The post আশাশুনির খাজরায় আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3h0MiKK

No comments:

Post a Comment