সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরায় এক মুক্তিযোদ্ধা পরিবারের সকলকে চেতনানাশক দ্রব্য স্প্রে করে সর্বস্ব লুট করেছে দুর্বৃত্তরা। শনিবার (৫ জুন) দিনগত রাতে সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছোবহান সরদারের বাড়িতে এ ঘটনা ঘটে।
মুক্তিযোদ্ধা আব্দুস ছোবহানের কন্যা লিপি সুলতানা জানান, শনিবার দিনগত রাত ২টার দিকে দুর্বৃত্তরা চেতনানাশক দ্রব্য স্প্রে করলে সবাই জ্ঞান হারায়। আব্বা, ভাই আর ভাবি এই তিন ছিলেন বাড়িতে। এরপর দুর্বৃত্তরা বাড়ির শো-কেস ও আলমারি ভেঙে নগদ ৫৮ হাজার টাকা, ৫ ভরি সোনার গহনা, চারটি মোবাইল ফোন, কাপড়-চোপড় এমনকি কম্বল পর্যন্ত নিয়ে গেছে। দুর্বৃত্তরা সোনা দিয়ে বানানো আব্বার মুক্তিযুদ্ধের লগোটিও নিয়ে গেছে।
তিনি আরও জানান, বর্তমানে করোনা পরিস্থিতির কারণে বাড়িতেই সবার চিকিৎসা চলছে।
সাতক্ষীরা সদর থানার এসআই আজিম ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, অজ্ঞান পার্টির সদস্যরা বীরমুক্তিযোদ্ধা আব্দুস ছোবহানের বাড়ির সকলকে চেতনানাশক স্প্রে করে নগদ ৫৮ হাজার টাকা, ৫ভরি সোনার গহনা, সোনার তৈরি একটি মুক্তিযুদ্ধের লগো, শাড়ি, ৪টি মোবাইল ফোন, কাপড় সব লুট করে নিয়ে গেছে। পুলিশ ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করতে চেষ্টা চালাচ্ছে।
The post সাতক্ষীরায় অজ্ঞান পার্টির কবলে মুক্তিযোদ্ধা পরিবার: সর্বস্ব লুট appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3x2RsMW
No comments:
Post a Comment