Monday, June 21, 2021

দ্বিতীয় দিনের মতো আশাশুনিতে রুহুল হক-এমপির নির্দেশে করোনা প্রতিরোধে কর্মসূচি https://ift.tt/eA8V8J

নিজস্ব প্রতিনিধি: আশাশুনিতে করোনা প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা, হ্যান্ড স্যানিটাইজার, সাবান ও মাস্ক বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (২১ জুন) বিকালে আশাশুনি সদরের হাড়িভাঙ্গা নাটানা বাজারে এ সচেতনতামূলক প্রচারণা প্রচারণা, হ্যান্ড স্যানিটাইজার, সাবান, মাস্ক বিতরণ ও উদ্বুদ্ধকরণ কর্মসূচির মোবাইলে ভিডিও কলের মাধ্যমে প্রধান অতিথি থেকে বক্তব্য প্রদান করেন, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টামন্ডলীর সদস্য সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক।
ডা: আ ফ ম রুহুল হক-এমপির নির্দেশে জাতীয় শ্রমিকলীগ আশাশুনি উপজেলা শাখার সভাপতি এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ঢালী মো: সামছুল আলম এর সার্বিক নের্তৃত্বে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উপজেলা আ.লীগের সহ-সভাপতি মোল্যা রফিকুল ইসলামের সভাপতিত্বে আশাশুনি সদর ইউনিয়ন আ.লীগের সভাপতি আব্দুলাহেল বাকি বাচ্চুর পরিচালনায় গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অসিম বরুণ চক্রবর্তী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রনজিৎ কুমার বৈদ্য, আশাশুনি আলিয়া মাদ্রাসার শিক্ষক আবুল কালাম আজাদ বুলবুল, উপজেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি ঢালী মুরশির আলম ও সাধারণ সম্পাদক রাজকুমার উজ্বল, উপজেলা তরুণ লীগের সভাপতি মোতাহার হোসেন ও সম্পাদক রবি প্রমূখ।

 

The post দ্বিতীয় দিনের মতো আশাশুনিতে রুহুল হক-এমপির নির্দেশে করোনা প্রতিরোধে কর্মসূচি appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3zKFEkn

No comments:

Post a Comment