Thursday, June 3, 2021

সাকী-আলাউদ্দীন-আহম্মদ-ময়নার মাজারে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির শ্রদ্ধা https://ift.tt/eA8V8J

সাবেক সাংসদ ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এ কে ফজলুল হককে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দিয়েছেন কেদ্রীয় কমিটি। দায়িত্ব পেয়ে তিনি বৃহস্পতিবার বিকালে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতাসহ মুক্তিযুদ্ধের সকল শহীদ ও ’৭৫ এর ১৫ আগস্ট সকল শহীদ, ২১ আগস্ট সকল শহীদসহ বিভিন্ন আন্দোলন সংগ্রামে যারা শাহাদাতবরণ করেছেন। এরপর তিনি সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের প্রয়াত নেতাদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেন।
বৃহস্পতিবার বিকালে তিনি চলে যান সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের প্রয়াত নেতৃবৃন্দের মাজারে। জেলা নেতৃবৃন্দকে সাথে তিনি প্রথমে যান সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য সৈয়দ কামাল বখত সাকীর মাজারে। এসময় জেলা আওযামী লীগ নেতৃবৃন্দ মরহুম সদস্য সৈয়দ কামাল বখত সাকীর মাজারে পুস্পস্তবক অর্পন শেষে দোয়া করেন।
এরপর চলে যান তালা মিঠাবাড়িতে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ জননেতা স ম আলাউদ্দীনের মাজারে। সেখানে পুষ্পমালা অর্পন ও শ্রদ্ধা নিবেদন করেন। পরে সাতক্ষীরা শহরে সাবেক ছাত্রনেতা ও বীর মুক্তিযোদ্ধা শেখ আবু নাসিম ময়নার মাজারে পুষ্পমালা অর্পণ ও শ্রদ্ধা জানান। শেষে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সদ্য প্রয়াত সভাপতি, সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদের মাজারে পুষ্পমাল্য অর্পন ও শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ কে ফজলুল হকের নেতৃত্বে নেতৃবৃন্দ।
এসময় সফরসঙ্গী হিসেবে তার সাথে ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন ও আতাউর রহমান, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, সাংস্কৃতিক সম্পাদক শামীমা পারভিন রতœা, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সুব্রত ঘোষ, দপ্তর সম্পাদক শেখ হারুণ উর রশিদ, তথ্য ও গবেষণা আফসার আহমেদ, আইন বিষয়ক সম্পাদক এড. ওসমান গনি, সদস্য নাজমুন নাহার মুন্নি, সদস্য কোহিনুর ইসলাম, সদস্য গাজী আনিস, জেলা যুবলীগের সদস্য আব্দুস সাত্তার, বঙ্গবন্ধু পরিষদের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মহিউদ্দীন হাশেমী তপু, সাবেক ছাত্র নেতা ইকবাল হোসেন প্রমুখ। এসময় স্থানীয় নেতৃবৃন্দে মধ্যে উপস্থিত ছিলেন তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, জেলা পরিষদ সদস্য মীর জাকির হোসেন প্রমুখ। প্রেসবিজ্ঞপ্তি

The post সাকী-আলাউদ্দীন-আহম্মদ-ময়নার মাজারে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির শ্রদ্ধা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/34KKH6a

No comments:

Post a Comment