কলারোয়া প্রতিনিধি: কলারোয়া কুশোডাঙ্গা এলাহী বক্স দাখিল মাদ্রাসার শরীর চর্চা (বিপিএড) শিক্ষক রফিকুল ইসলামের বিরুদ্ধে সম্প্রতি যে বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ প্রকাশ করা হয়েছে তার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টার দিকে কলারোয়া প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিপিএড শিক্ষক রফিকুল ইসলাম লিখিত বক্তব্যে উপেজলার কুশোডাঙ্গা গ্রামের মাদ্রাসা পড়ুয়া এক কন্যার সাথে অনৈতিক সম্পর্ক স্থাপনের বিষয়ে যে অভিযোগটি আনা হয়েছে সেটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট বলে দাবি করেন। তিনি আরও বলেন, কুশোডাঙ্গা মাদ্রাসার সহ-সুপার মো. আবুল হোসেনর নেতৃত্বে তদন্ত কমিটির তদন্ত প্রতিবেদনে তদন্ত কমিটির অভিভাবক সদস্য ইছাহকের স্বাক্ষর জাল করা হয়েছে বলে জেলা শিক্ষা অফিসারের কাছে স্বীকার করেছে বলে প্রতীয়মান হয়। প্রতিবেদনে উল্লেখিত, অনৈতিক কর্মকান্ডের বিচার দাবি করলেও পরে বাদি লিখিত অভিযোগ দিতে অস্বীকার করায় তদন্ত কমিটির কতিপয় সদস্যরা এলাকার নিজস্ব লোকদের উদ্ধৃত দিয়ে মৌখিকভাবে শুনে আমি অনৈতিক কাজে জড়িত বলে উল্লেখ করেন। নিজকে নির্দোষ দাবি করে তিনি আরও বলেন, বাদিদ্বয়ের স্টেটমেন্ট দেয়ার পর বিষয়টি জেলা প্রশাসকের কাছে ভুল তথ্য প্রদান করা হয়েছে বলে তিনি জানান।
The post কলারোয়ায় বিপিএড শিক্ষক রফিকুল ইসলামের সংবাদ সম্মেলন appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3698rCl
No comments:
Post a Comment