Thursday, November 26, 2020

সম্পাদকীয়: বৃদ্ধি পেয়েছে সাতক্ষীরায় খুনসহ বিভিন্ন ধরণের অপরাধ! https://ift.tt/eA8V8J

বুধবার সাতক্ষীরা জেলায় পৃথক দুটি ঘটনায় দুইজন খুন হয়েছেন। এদের একজন কলারোয়ায় ষাটোর্দ্ধ ব্যক্তি এবং অপরজন সাতক্ষীরা সদরের অন্ত:সত্ত্বা গৃহবধু। দৈনিক পত্রদূতসহ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত খবরের তথ্যানুযায়ী সাতক্ষীরা সদরের লাবসা ইউনিয়নের রাজনগর গ্রামে সাত মাসের অন্ত:সত্ত্বা এক গৃহবধুকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। বুধবার ভোরে এ ঘটনা ঘটে। ক্ষুব্ধ গ্রামবাসি নিহতের স্বামীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। পুলিশের বক্তব্য অনুযায়ী তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

অপরদিকে কলারোয়ায় ষাটোর্ধ্ব এক ব্যক্তির গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সন্ধ্যায় তার তালাবদ্ধ নতুন বসতঘর থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। কলারোয়া থানার পুলিশের বক্তব্য অনুযায়ী নিহত ব্যক্তি তার স্ত্রীকে নিয়ে নতুন বাড়িতে থাকতেন। ছেলেরা থাকতেন পুরাতন বাড়িতে। মঙ্গলবার তার স্ত্রী বাড়িতে ছিলেন না। বুধবার এক মেয়ে বাবার সাথে দেখা করার জন্য ওই বাড়িতে যেয়ে বাবার কোন সাড়া শব্দ না পেয়ে আশপাশের লোকজনকে ডাকে। এ সময় আশপাশের লোকজনকে নিয়ে তালা ভেঙে বাড়িতে ঢুকে খাটের উপর কাঁথা দিয়ে ঢাকা গলাকাটা অবস্থায় তার পিতার মরদেহ দেখতে পায়। হত্যাকান্ডের ঘটনাটি কখন, কী কারণে ঘটেছে সেটি তদন্তে নেমেছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

সাম্প্রতিক সময়ে সাতক্ষীরায় খুনসহ বিভিন্ন ধরণের অপরাধ হঠাৎ করেই বেড়ে গেছে। বিশেষ করে করোনাভাইরাস পরিস্থিতি শুরুর পর থেকে মানুষের স্বাভাবিক জীবন যাত্রা ব্যাহত হওয়ায় এক ধরণের অস্থিরতার সৃষ্টি হয়েছে। কলারোয়ায় একই পরিবারের চারজনকে নৃশংসভাবে হত্যাকান্ডের মতো চাঞ্চল্যকর ঘটনাও আমরা প্রত্যক্ষ করেছি। কয়েকটি ঘটনায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অতিদ্রুততার সাথে রহস্য উদঘাটন করেছে। ঘটনা ঘটার পর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা দৃশ্যমান। কিন্তু ঘটনা যাতে না ঘটে, এমন পরিবেশ তৈরি করা আইন-শৃঙ্খলা বাহিনীর অন্যতম দায়িত্ব। যেহেতু সাতক্ষীরা জেলায় খুনসহ অন্যান্য অপরাধ বৃদ্ধি পেয়েছে, তাই আইন-শৃঙ্খলা বাহিনীর আরও সতর্কতা ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা উচিত। এর প্রতিকারে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে এলাকাভিত্তিক সচেতনতামূলক কার্যক্রম হাতে নেয়া দরকার। সংশ্লিষ্ট থানা এলাকায় কারা কোন অপরাধের সাথে জড়িত তার তালিকা নিশ্চয়ই আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে রয়েছে। তবে যারা অতীতে কোন অপরাধ করেনি তাদের অপরাধকর্মে জড়ানোর ক্ষেত্রে পূর্ব থেকে ধারণা পাওয়াটা কঠিন। এক্ষেত্রে মানুষের আচার-আচরণের কোন পরিবর্তন পরিলক্ষিত হলে তাকে পর্যাবেক্ষণ করা উচিত। কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে এলক্ষে কাজে লাগানো যেতে পারে। এজন্য তাদের প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা প্রয়োজন। তাছাড়া যারা তালিকাভুক্ত তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা অপরিহার্য। অপরাধী যেই হোক, তাকে অপরাধী হিসেবে বিবেচনা করে আইনানুগ পদক্ষেপ নিতে হবে। সামাজিক মূল্যবোধ অটুট রাখতে এবং অবক্ষয় ঠেকাতে এলাকার অভিভাবকদেরও সক্রিয়া হওয়া বাঞ্ছনীয়। পরিবারের প্রতিটি সদস্যের আচার-আচরণের দিকে অভিভাবকদের তীক্ষè দৃষ্টি রাখা উচিত বলে আমরা মনে করি।

The post সম্পাদকীয়: বৃদ্ধি পেয়েছে সাতক্ষীরায় খুনসহ বিভিন্ন ধরণের অপরাধ! appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2V24B7U

No comments:

Post a Comment