শ্যামনগর প্রতিনিধি: তৌয়েবুর রহমান নামের এক ভূমিহীন জেলের বন্দোবস্তমূলে ভোগদখলীয় সম্পত্তি জবর দখলের ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে তারই ভাবীসহ ভাইপোর বিরুদ্ধে। একাধিক মিথ্যা মামলায় জড়িয়ে আর্থিকভাবে হয়রানী ছাড়াও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়ার পর এখন তাকে গুমের হুমকি পর্যন্ত দেয়া হচ্ছে। এমনকি অসহায় ঐ জেলেকে সংঘর্ষে জড়াতে প্ররোচিত করার অংশ হিসেবে কুলখানী অনুষ্ঠানের অজুহাতে তারই রোপনকৃত বিশাল আকারের একটি কড়ই গাছ চার দিন পূর্বে কেটে নিয়েছে ভাতিজা রবিউল।
তৈয়েবুর জানান, কয়েকদিন পূর্বে গাছ কাটার অজুহাতে বিধবা রাবেয়ার বসতঘর ভাঙচুর করেছে তানজিলা ও তার ছেলে। এছাড়া কবর থাকার অজুহাতে তার জমি দখল চেষ্টার জন্য তারা ইট বালু জড়ো করেছে। তিনি অভিযোগ করেন, তাকে মামলায় ফাঁসিয়ে এলাকা ছাড়া করে বন্দোবস্তমুলে ভোগ দখলে থাকা তারই জমি জবর দখলের হুমকি দিচ্ছে।
The post শ্যামনগরে অসহায় জেলের বসতভিটা দখলের ষড়যন্ত্র! appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3jMaC2k
No comments:
Post a Comment