Sunday, November 1, 2020

কপিলমুনিতে দধি ঘরে পঁচা মিষ্টান্ন বিক্রির অভিযোগ! https://ift.tt/eA8V8J

কপিলমুনি (খুলনা) প্রতিনিধি: কপিলমুনিতে ‘দধি ঘর’র বিরুদ্ধে পঁচাবাসি খাবার ও খাবার অনুপযুক্ত মিষ্টান্ন বিক্রির অভিযোগ পাওয়া গেছে। একই অভিযোগে দধি ঘর নামক ওই রেস্টুরেন্টকে কয়েক দফায় ভ্রাম্যমাণ আদালত জরিমানা করলেও থেমে নেই তাদের পঁচা খাবার বিক্রি।

 

খাবার অনুপযুক্ত সিঙ্গাড়া, পরেটা, মোগলাইসহ নানান মিষ্টান্ন বিক্রি করেই চলেছে। শুক্রবার সকালে কানাইদিয়া গ্রামের শেখ সোহেল তার দুই ভাতিজি কিশোরীকে দধি ঘরে দই কিনতে পাঠায় । এই সময় দধি ঘরের মালিক রবিউল গাজী তাদেরকে নগদ ১৬৫ টাকার বিনিময়ে এগারোটি প্লাস্টিকের কাপে দই দেন, কিন্তু ঐদিন দুপুরে বাড়িতে অনুষ্ঠানে কয়েকজন শিশু দই মুখে দিতেই দুর্গন্ধের কারণে থুতু করে ফেলে দেয় , এমনকি একজন খেয়েই তার সাথে সাথে উগরে দেন। তবে অবশিষ্ট সাত কাপ দই শেখ সোহেল কাউকে না খেতে দিয়ে দধি ঘরের মালিক রবিউলের কাছে নিয়ে যায়। প্রচন্ড দুর্গন্ধ এই পঁচা দই দেওয়ার কারণ জানতে চাইলে কাউকে না বলার জন্য মালিক রবিউল তাকে অনুরোধ করেন এবং এক মালশা দই দিতে চান, কিন্তু সোহেল তা না নেননি। সরেজমিনে দেখা যায়, কপিলমুনির প্রধান রাস্তায় মোটরসাইকেলের স্ট্যান্ডের সামনে রাস্তার একাংশ জুড়ে প্রচন্ড ধূলিকণার মধ্যে নানান খাদ্যদ্রব্য তৈরি করা হয় ওই দধি ঘরের, এসব খাদ্য দ্রব্য সুস্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে বলে মনে করেন ভূক্তভোগীরা।

এ বিষয়ে অভিযুক্ত দধি ঘরের মালিক রবিউল গাজীর কাছে জানতে চাইলে তিনি বলেন, নষ্ট দই আমি পাল্টে দিতে চেয়েছিলাম, কিন্তু সে নেয়নি।’
পাইকগাছা উপজেলার স্যানেটারী অফিসার ও নিরাপদ খাদ্য পরিদর্শক উদয় কুমার মন্ডল বলেন, ‘বিষয়টি তদন্ত করে ব্যবস্থা আইনানুগ ব্যবস্থা নেব।’

The post কপিলমুনিতে দধি ঘরে পঁচা মিষ্টান্ন বিক্রির অভিযোগ! appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/320DRsa

No comments:

Post a Comment