এম এ রহিম বেনাপোল :-স্বল্প সময়ে অল্প খরচে পাওয়া যায় তরমুজ। যশোরের শার্শায় এই প্রথম বানিজ্যিক ভাবে শুরু হয়েছে নতুন উদ্ভাবিত বারোমাসি সু মিষ্ট রসালো ফল ব্লাকবেবী নামে কালো তরমুজ চাষ। এক বছরে তিন বার পাওয়া যায় ফলন,বিঘায় ফলে ১০০মন। ফলন ও দাম বেশী পাওয়ার আশায় নতুন এই তরমুজ চাষে ঝুকছেন স্থানীয় চাষীরা।
পুষ্টিগুনে ভরা সুমিষ্ট রসালো ফল তরমুজ খেতে কার না ভাল লাগে। তাও যদি হয় অসময়ের বারমেসে ফল। দেশে বিভিন্ন প্রজাতির তরমুজের কদর ও চাহিদা রয়েছে ভাল। তবে অধিকাংশ তরমুজ বছরে পাওয়া যায় একবার। সারা বছরে পাওয়া যায় উপরে দেখতে কালো হলেও ভিতরে টকটকে লাল খেতে সুস্বাদু ফল এ তরমুজ। প্রথমে ১বিঘা১২কাটা জমিতে বানিজ্যিক ভাবে চাষ করে সাফলতা পেয়েেেছন শার্শা উলাশির রেন্টু হোসেন। উঠতে শুরু করেছে ফল।প্রতিকেজি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০টাকা। ২ মাসেই মেলে ফলন। ফলন ও দাম ভাল হওয়ায় খুশি চাষীরা। ফলে বাড়ছে চাষ বেশী লাভের আশা কৃষকের।
উলাশি শার্শা চাষী রেন্টু হোসেন বিঘায় ২লাখ টাকা খরচে তরমুজ চাষে লাভ হয় তিনগুন পাওয়া যায় থেকে ৭লাখটাকা। অধিক লাভ দেখে স্থাণীয় অনেক চাষী ঝুকছেন কালো তরমুজ চাষে-সৃষ্টি হচ্ছে কর্মসংস্থানের-লাভবান তারা শার্শায় বানিজ্যিক ভাবে শুরু হয়েছে তরমুজ চাষ। ফলন ও দাম ভাল পাওয়ায় খুশি চাষী। প্রশিক্ষন পরামর্শ ও সহযোগিতা দিচ্ছেন কৃষি বিভাগ। ফলে নতুন তরমুজ চাষে বাড়ছে আগ্রহ-আগামীতে চাষ বাড়ায় আশা কৃষি কর্মকর্তা-মোস্তাফিজুর রহমান-উপ সহকারি কৃষি কর্মকর্তা-শার্শা যশোর।
উপজেলায় এই প্রথম ৩৬ বিঘা জমিতে বানিজ্যিকভাবে ব্লাকবেবী তরমুজের চাষ হয়েছে বলে জানান শার্শা উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর।
The post যশোরের শার্শায় বানিজ্যেকভাবে শুরু হয়েছে বারোমাসি ব্লাকবেবী তরমুজ চাষ appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3l0x0po
No comments:
Post a Comment