আনারুল ইসলাম: আটুলিয়া (শ্যামনগর): গত শুক্রবার গভীর রাতে নওয়াবেঁকী বাজারের ভাই ভাই মোবাইল সেন্টার নামীয় ব্যবসা প্রতিষ্ঠান থেকে চুরি হওয়া মোবাইল একই বাজারের মাছের আড়ৎ থেকে উদ্ধার হয়েছে। সোমবার দিবাগত রাতে কে বা কারা দুটি বস্তায় করে মোবাইল সেটগুলো ফেলে যাওয়ার পর স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ মঙ্গলবার সকালে তা উদ্ধার করে। সেখানে ৫১টি মোবাইল ফোন সেট রয়েছে তাৎক্ষনিকভাবে বাজার কমিটি সুত্র জানায়।
উল্লেখ্য গত শুক্রবার রাতে ঐ প্রতিষ্ঠান থেকে মোবাইল চুরির ঘটনায় পরদিন প্রতিষ্ঠান মালিক মোঃ আবু সাইদ গাজী বাদি হয়ে শ্যামনগর থানায় মামলা করে। মামলায় কতজন এবং কাদের অভিযুক্ত করা হয় সে সম্পর্কে তিনি তাৎক্ষনিকভাবে কোন তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন। তবে মঙ্গলবার সকালে উদ্ধার হওয়া মোবাইন ফোন সেট চুরিকৃত সেট এর তিন ভাগের এক ভাগ বলে তিনি দাবি করেন।
অঅবু সাইদ গাজী আরও বলেন আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে নিয়ে কয়েকজন সন্দিগ্ধ আসামীকে জিঞ্জাসাবাদের পরম মঙ্গলবার এসব মোবাইল সেট তাদের সহযোগীরা ফেলে গেছে। বিষয়টি তদন্ত চলছে বলে তিনি আটক ও পলাতক আসামীদের নাম পরিচয় গনমাধ্যমকে দিতে অস্বীকার করেন।
এ বিষয়ে নওয়াবেঁকী বাজারের সাধারন সম্পাদক সৈয়দ কামাল উদ্দীন জানান, সকালে খোলপেটুয়া নদীর চরের একটি দোকানের বারান্দায় দুটি বস্তা পড়ে রয়েছে সংবাদ পেয়ে বস্তা দুটি উদ্ধার করা হয়। পরক্ষনে পুলিশকে খবর দিলে উপ-পরিদর্শক কামালের নেতৃত্বে পুলিশ সদস্যরা এসে তা থানায় নিয়ে গেছে।
The post নওয়াবেঁকী বাজার থেকে চুরি যাওয়া মোবাইল মিলল মাছের সেটে appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3nXRQYx
No comments:
Post a Comment