পাটকেলঘাটা প্রতিনিধি: ইউপি নির্বাচনকে সামনে রেখে গ্রাম-গ্রামান্তরে চলছে আলোচনা-সমালোচনা। সকাল থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত চলছে গরীবের সংসদ নামে পরিচিত চায়ের দোকানে চুলচেরা বিশ্লেষণ। পাওয়া-না পাওয়ার সমীকরণ মেলাতে চলছে এক প্রকার তর্কযুদ্ধ।
সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের চায়ের দোকান, হোটেল-রেস্তরাঁ, অফিস, হাট-বাজার সর্বত্র এখন মুখরিত ভোটারদের আলোচনায়। প্রার্থীরাও ভোটারদের মনোভাব বুঝে কাছে টানার চেষ্টা করছেন। অনেকে সেজে-গুজে রঙিন পোশাক পরে ভোটারদের সাথে কুশল বিনিময় করছেন। সুখ-দু:খের সাথী হিসেবে পাশে থাকার প্রতিশ্রুতিও দিচ্ছেন।
দলীয় মনোনয়নসহ ভোটারদের মন জয় করতে আগে ভাগে প্রার্থীরা গণসংযোগসহ কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন। প্রার্থী হতে নিজেদের অতীত কর্মকান্ড ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরা হচ্ছে ভোটার কর্মি সমর্থকদের মাঝে। অনেক প্রার্থীর বিলবোর্ড, পোস্টার, ব্যানার, লিফলেট, ফেস্টুনে ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্থান হাটবাজারে শোভা পাচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দলীয় একাধিক সুত্রে জানা গেছে, তালা উপজেলার ২নং নগরঘাটা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান লিপু রয়েছেন সুবিধাজনক স্থানে।
ইউনিয়নটিতে আওয়ামী লীগের অধিক সংখ্যক প্রার্থী না থাকায় তিনি রয়েছেন ফুরফুরে মেজাজে। ইউনিয়ন ঘুরে দেখা গেছে, মনোনয়ন দৌড়ে মাঠ পর্যায়ে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন-বর্তমান চেয়ারম্যান নগরঘাটা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান লিপু, আওয়ামী লীগ নেতা ইউপি সদস্য জাহাঙ্গীর সরদার, বিএনপির একক প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান নগরঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মহব্বত আলী সরদার। নগরঘাটা ইউনিয়নের ভোটার সংখ্যা (২০১৬ সালের তথ্যঅনুযায়ী) ১৩ হাজার ৮১৪জন, এদের মধ্যে পুরুষ ৬,৮৮৬জন ও মহিলা ৬,৯২৮জন। ২০১৬ সালের ২২ মার্চ ইউপি নির্বাচনে তালা উপজেলার নগরঘাটা ইউনিয়ন থেকে নির্বাচিত চেয়ারম্যান কামরুজ্জামান লিপু নৌকা প্রতীক নিয়ে ৮৩৭৫ ভোট পেয়ে নির্বাচিত হন অপর দিকে বিএনপির প্রার্থী ধানের শীষ প্রতীকে ২৮৩৭ ভোট পান।
The post ইউপি নির্বাচন: তালার নগরঘাটায় লড়াই হবে দ্বিমুখী appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2I8xdZK
No comments:
Post a Comment