Thursday, November 5, 2020

তালায় করোনা সংক্রমণ প্রতিরোধে সাবান ও হ্যান্ডওয়াশ বিতরণ https://ift.tt/eA8V8J

পাটকেলঘাটা প্রতিনিধি: তালায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে নওয়াপাড়া গ্রামে পল্লী সমাজের সদস্যদের মাঝে সাবান ও হ্যান্ডওয়াশ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে তালা উপজেলার নওয়াপাড়া পল্লী সমাজের আয়েজনে উক্ত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাকের ওয়াশ প্রকল্পের পিও শিউলী রানী সাহা, সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর পিওসিইপি মোরশেদা রহমান এবং নওয়াপাড়া পল্লী সমাজের সভা প্রধান আসমা বেগম প্রমুখ। এ সময় পল্লী সমাজের ৭২জন সদস্যদের মাঝে সাবান ও হ্যান্ডওয়াশ বিতরণ করা হয়।

The post তালায় করোনা সংক্রমণ প্রতিরোধে সাবান ও হ্যান্ডওয়াশ বিতরণ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/38eFUwL

No comments:

Post a Comment