২৩ নভেম্বর সাতক্ষীরার স্থানীয় একটি রেস্টুরেন্টে এবি পার্টির জেলা সমন্বয়ক কমিটির সদস্য সচিব ভিপি আব্দুল কাদেরের উপস্থাপনায় একটি মতবিনিময় সভা ও করোনা সেমিনারের আয়োজন করা হয়। জেলা সমন্বয়ক শেখ মুরাদ হোসেনের সভাপতিত্বে এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম-আহ্বায়ক প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার বলেন-ক্ষয়িষ্ণু ও ভংগুর এই দেশটাকে নিয়ে সামনে এগুনোর কোন সুযোগ নেই। জোড়াতালি দিয়ে চলার দিনও শেষ। স্বাধীনতার এত বছর পরেও মানুষ ন্যূনতম মানবিক মর্যাদা নিয়ে বসবাস করতে পারছে না, জীবন মানেই এক দুর্বিসহ অবস্থা।
বিভিন্ন ধরনের আইন করে মানুষের বাক্ স্বাধীনতাসহ অন্যান্য মৌলিক অধিকার খর্ব করা হয়েছে। তাই রাষ্ট্রকে আজ পুনর্গঠন এর সময় এসেছে এবং এ কাজটি করতে তরুণ এবং যুবকদেরকেই এগিয়ে আসতে হবে। পুরানো চিন্তা চেতনা ধ্যান-ধারণাকে পরিহার করে নতুন চিন্তা চেতনা ও নতুন মানসে উজ্জীবিত হতে হবে। করোনাকালীন সময়ে এবি পার্টির ভূমিকা উল্লেখ করতে গিয়ে তিনি বলেন-যখন সরকারি কোন পিপিই বরাদ্দ দেওয়া হয়নি তখন আমরা এবি পার্টির পক্ষ থেকে ৩০ হাজার পিপিই চিকিৎসক, পুলিশ ও সাংবাদিকদের মধ্যে প্রতিটি উপজেলায় বিতরণ করেছি। ফুড ব্যাংকের মাধ্যমে কর্মহীন ও অসহায় মানুষের খাবারের ব্যবস্থা করেছি। আর কথায় নয়-সামাজিক কর্মকান্ড করে, অসহায় মানুষের দায়িত্ব নিয়ে নিজস্ব পরিচয় ফুটিয়ে তুলতে চায় এবি পার্টি। সভাপতির বক্তব্যে শেখ মুরাদ হোসেন বলেন সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার-এই তিন মূল নীতির ভিত্তিতে এবি পার্টি পরিচালিত হচ্ছে। এবি পার্টি একটা কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে যেখানে আপনাদের সকলের অংশগ্রহণ কামনা করছে। মাওলানা আব্দুল হকের কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। শুরুতে জেলা শাখার সদস্য সচিব ভিপি আব্দুল কাদের বাংলাদেশে এই দুর্যোগপূর্ণ মুহূর্তে এবি পার্টির আবির্ভাবের কারণসমূহ ব্যাখ্যা করে বলেন এবি পার্টি কোন ব্যক্তির বা পরিবারের দল হবে না, এবি পার্টি হবে সকল মানুষের দল।
শ্যামনগর উপজেলার সমন্বয়ক মাওলানা শফিকুল ইসলাম তার বক্তব্যে বলেন, মানুষের অধিকার নিশ্চিত করা ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার যদি এবি পার্টি কাজ হয়ে থাকে তবে সেই দলের সকলের অংশগ্রহণ করা উচিত। এছাড়াও অনুষ্ঠানের অন্যান্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন মো. আবু সাঈদ, মোহাম্মদ রফিকুল আলম, জশনা সরকার, শিরিন পারভীন ও নাজমুল হোসেন পলাশ ও শেখ মোতালেব। প্রেসবিজ্ঞপ্তি
The post এবি পার্টি সাতক্ষীরা জেলা শাখার মতবিনিময় appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/370huot
No comments:
Post a Comment