Monday, November 23, 2020

পদ্মপুকুর ভূমি থেকে অবৈধভাবে বালি উত্তোলনের অভিযোগ https://ift.tt/eA8V8J

মুন্সিগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের ভূমি কর্মকর্তা সেলিম রেজা ও চেয়ারম্যান এড. আতাউর রহমানের সহযোগিতায় পদ্মপুকুর ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে বোরিং করে অবৈধভাবে বালি উত্তোলন করা হচ্ছে। সাদ্দাম, হযরত, গফফার ও সাঈদ নামের ব্যক্তিদের মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন অব্যাহত রেখেছে চক্রটি।

 

সোমবার সকালে দেখা যায়, পদ্মপুকুর ইউনিয়নের সোনাখালী গ্রামের শওকত গাজীর বাড়ি থেকে সালাম ঢালীর বাড়ি পর্যন্ত এলজিএসপিএলআইসি’র ৫ লক্ষ ৮৮ হাজার টাকা ব্যয়ে রাস্তা নির্মাণের জন্য ওই বালু তোলা হচ্ছে। ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আবুল কাশেম স্থানীয় খাল থেকে ড্রেজার মেশিন ব্যবহার করে ভূগর্ভস্থ কাদামাটি যুক্ত বালি উত্তোলন করে ১৭ শত ২ ফুট রাস্তায় ফেলছে। এব্যাপারে চেয়ারম্যান এড. আতাউর রহমান বলেন, আপনারা সব বিষয়ে দেখেন কেন? বালি না উঠালে কাজ করব কীভাবে? এ বিষয়ে মেশিনওয়ালা সাঈদের সাথে কথা হলে তিনি বলেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও স্থানীয় ভূমি কর্মকর্তার সাথে যোগাযোগ করে বালু তোলা হচ্ছে। তবে এ বিষয়ে ভূমি কর্মকর্তা বলেন, কিছুদিন আগে বালি উত্তোলন করা বন্ধ করে দিয়েছিলাম। বালি উত্তোলনের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আ. ন. ম আবুজর গিফারীর সাথে কথা হলে তিনি দ্রুত ব্যবস্থা নিচ্ছেন বলে জানান।

The post পদ্মপুকুর ভূমি থেকে অবৈধভাবে বালি উত্তোলনের অভিযোগ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/33dEwHw

No comments:

Post a Comment