Wednesday, November 4, 2020

সু-সাহিত্যিক কাজী ইমদাদুল হকের ১৩৯তম জন্মবার্ষিকী পালিত https://ift.tt/eA8V8J

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় সু-সাহিত্যিক কাজী ইমদাদুল হকের ১৩৯তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। নানা কর্মসুচির মধ্যে দিয়ে দিবস টি পালিত হয়েছে। কর্মসুচির মধ্যে ছিল সাহিত্যিকের প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পন, আলোচনা সভা, কবিতা আবৃত্তি, সম্মাননা ও পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে জন্মবার্ষিকী পালিত হয়েছে।

বুধবার দপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে কাজী ইমদাদুল হক স্মৃতি পরিষদের উদ্যোগে আলচনা সভায় প্রধান অতিথি ছিলেন, নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার ইকবল মন্টু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাজী ইমদাদুল হক স্মৃতি পরিষদের সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সহকারি কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাতুল আলম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, পাইকগাছা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিহির বরন মন্ডল, সাবেক উপাধ্যক্ষ রমেন্দ্র নাথ সরকার, পরিবারের সদস্য কাজী জামানউল্লাহ, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ পাইকগাছা শাখার সভাপতি প্রভাষক মো. মোমিন উদ্দীন, প্রভাষক ময়নুল ইসলামের উপস্থাপনায় বক্তব্য রাখেন, প্রভাষক আব্দুল ওহাব বাবলু, সাবেক ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, ছাত্রলীগনেতা রাইহান পারভেজ রনি, শিক্ষক আব্দুল করিম মোড়ল, প্রদিপ কুমার মন্ডল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাহিত্যিক, কবি, সাংবাদিক, শিক্ষার্থীসহ এলাকার গুণীজন।

অনুষ্ঠানে সমকালীন বাংলা সাহিত্যে কবিতায় বিশেষ অবদানের জন্য কবি দুখু বাঙাল ও সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সাংবাদিক গৌরাঙ্গ নন্দীকে কাজী ইমদাদুল হক সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। মাধ্যমিক স্কুল পর্যায়ে কাজী ইমদাদুল হকের জীবনী রচনা প্রতিযোগিতায় ১২জন ছাত্র ছাত্রীকে পুরস্কার প্রদান করা হযেছে।

 

উল্লেখ্য কাজী ইমদাদুল হক স্মৃতি পরিষদ ২০০২ সাল থেকে সাহিত্যিকের জন্মদিন ও মৃত্যু দিবস পালন করে আসছে। ২০১৭ সাল থেকে কাজী ইমদাদুল হক সম্মাননা স্মারক প্রদান করছে। অনুষ্ঠানে বক্তারা উপ-মহাদেশের কৃতি সন্তান ও সু-সাহিত্যিক কাজী ইমদাদুল হকের জন্মজয়ন্তী জাতীয়ভাবে পালন, সাহিত্যিকের পৈত্রিক পতিত জমি উদ্ধার পূর্বক কমপ্লেক্স নির্মাণ ও পাঠ্যপুস্তকে তার জীবনী এবং ‘আব্দুল্লাহ’ উপন্যাস পুনরায় অন্তর্ভূক্ত করার দাবী জানান।

The post সু-সাহিত্যিক কাজী ইমদাদুল হকের ১৩৯তম জন্মবার্ষিকী পালিত appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/38bssd6

No comments:

Post a Comment