Wednesday, November 4, 2020

মাস না যেতেই ভেঙে পড়লো হরিঢালী ঘোষপাড়া সড়কের কালভার্ট https://ift.tt/eA8V8J

কপিলমুনি (খুলনা) প্রতিনিধি: রাস্তা নির্মাণ কাজ শেষ হওয়ার পূর্বেই ভেঙ্গে পড়েছে মাস খানেক আগে তৈরী কালভার্ট। হাতের স্পর্শে ভাঙ্গছে ঢালাই। বড় গর্ত যেন পরিণত হয়েছে মৃত্যুকূপে। কোন রকম নিয়মনীতির তোয়াক্কা না করেই খাস্তা ইটে রাস্তা তৈরীর মহোৎসবে মেতেছে ঠিকাদার প্রতিষ্ঠান। শাক দিয়ে মাছ ঢাকতে বেড়িয়ে পড়ছে দুর্নীতির নানান দৃশ্য। প্রকল্পের নাম মামুদকাটি মোড় হতে হরিঢালী ঘোষপাড়া সড়ক।

সরেজমিন পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়নে গেলে দেখা মেলে রাস্তা নির্মাণে অনিয়মের নানা চিত্র। মামুদকাটি মোড় হতে কয়েক’শ গজ সামনে হাজরা তলার মোড় জমাদ্দার বাড়ি। নির্মাণাধিন সড়কে মোট ৯ টি কালভার্টের এখানে একটি। স্থানীয়দের অভিযোগ, শনিবার মালামাল ভর্তি মহেন্দ্রের ভারে আচমকা ভেঙ্গে পড়ে কালভার্টের মধ্যবর্তী বেশ কিছু অংশ। সকাল না হতে গর্তটি আকার বড় হয়ে সৃষ্টি হয়েছে মৃত্যুকুপে। কালভার্ট ভাঙ্গার দৃশ্য মোবাইল ক্যামেরায় ধারন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়েছে অনেকে। উপজেলা প্রকৌশলী হাফিজুর রহমান সরেজমিনে পরিদর্শন করেছেন। কাজের মানে অসন্তোষ প্রকাশ করে বলেন, আমি নতুন যোগদান করেছি বিস্তারিত তথ্য এ মুহুর্তে দেয়া সম্ভব হচ্ছেনা। পরবর্তীতে মুঠো ফোনে এ প্রতিবেদককে জানান, ৫ কোটি ৭ লক্ষ টাকা ব্যয়ে এ প্রকল্পে সড়ক নির্মাণ হবে ৩৯০০ মিটার। উর্দ্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি জানাবেন, তবে তাৎক্ষণিকভাবে তিনি কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।

স্থানীয়দের অভিযোগ, ঠিকাদার ২৪ ঘন্টার মধ্যে ৮ থেকে ৯টি কালভার্টের কাজ সম্পন্ন করেছে। নামমাত্র তদারকির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে চোখে বৃদ্ধাঙ্গুল দিয়ে শুরু করে দুর্নীতির মহোৎসব। নম্বর বিহীন খাস্তা ইটের খোয়া দিয়ে তৈরী করছে রাস্তা এবং কালভার্ট। অল্প বৃষ্টিতে ইট গলতে শুরু করেছে এমনকি কালভার্ট নির্মাণের মাস না পেরুতে ভেঙ্গে পড়েছে। অবশ্য এ অভিযোগ অস্বীকার করেছেন জিয়াউল ট্রেডার্সের মালিক ঠিকাদার টিটো। তিনি সাংবাদিকদের বলেন, পণ্য পরিবহনের প্রয়োজনে কালভার্টটি মেরামত করা হয়েছে মাত্র। তিনি স্থানীয়দের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তোলেন।

The post মাস না যেতেই ভেঙে পড়লো হরিঢালী ঘোষপাড়া সড়কের কালভার্ট appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2TSJV1r

No comments:

Post a Comment