যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে ৯৯ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে। এখন পর্যন্ত গণনা হওয়া ব্যালট অনুযায়ী রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ৯১৭ ভোটে পেছনে ফেলেছেন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। স্থানীয় সময় শুক্রবার সকাল পর্যন্ত গণনা করা হচ্ছে ক্লেইটন কাউন্টির ফলাফল। গত মঙ্গলবার পর্যন্ত ডাকযোগে পৌঁছানো ভোটই মূলত এখন গণনা করা হচ্ছে। ফলে দুই প্রার্থীর চূড়ান্ত ফলাফল বদলে যেতে পারে।
মার্কিন নির্বাচনের ফলাফল বর্তমানে যে অবস্থায় দাঁড়িয়ে আছে তাতে হোয়াইট হাউজে পৌঁছাতে হলে জো বাইডেনকে অ্যারিজোনা, নর্থ ক্যারোলিনা, নেভাদা ও জর্জিয়ার মধ্যে অন্তত দুটিতে কিংবা পেনসিলভানিয়াতে জয়লাভ করতে হবে। অ্যারিজোনায় ইতোমধ্যে জো বাইডেনকে জয়ী ঘোষণা করেছে মার্কিন বার্তা সংস্থা এপি এবং সংবাদমাধ্যম ফক্স নিউজ। সে কারণেই বিভিন্ন সংবাদমাধ্যমে দুই প্রার্থীর ইলেক্টোরাল ভোট সংখ্যার পার্থক্য দেখা যাচ্ছে।
তবে অ্যারিজোনায় এখন পর্যন্ত যেমন জো বাইডেনকে জয়ী ঘোষণা করা হয়নি, তেমনি জর্জিয়াতে এগিয়ে গেলেও তার জয় নিশ্চিত নয়। রাজ্য দুটির চূড়ান্ত ফলাফলে তিনি জিতলেই পরবর্তী চার বছর হোয়াইট হাউজের দখল পাবেন।
জর্জিয়াতে শুক্রবার পর্যন্ত যে ফলাফল পাওয়া গেছে তাতে বাইডেন ৪৯.৩৯ শতাংশ বা ২৪ লাখ ৪৯ হাজার ৩৭১ ভোট পেয়েছেন। অপরদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ৪৯.৩৭ শতাংশ বা ২৪ লাখ ৪৮ হাজার ৪৫৪ ভোট।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের নির্বাচনের তিন দিন পার হয়ে গেলেও গুরুত্বপূর্ণ কয়েকটি অঙ্গরাজ্যে ভোট গণনা চলছে। এতে নির্বাচনের ফল নিয়ে উদ্বেগ, উৎকণ্ঠা ও অনিশ্চয়তার অবসান এখনও হয়নি। এপি ও ফক্স নিউজের পূর্বাভাস অনুযায়ী, বাইডেনের ইলেক্টোরাল ভোট ২৬৪ হলেও সিএনএন-সহ অন্যান্য জরিপ অনুযায়ী তার ইলেক্টোরাল ভোট ২৫৩টি। এপি ও ফক্স নিউজের পূর্বাভাসে অ্যারিজোনায় বাইডেনকে জয়ী বলা হলেও সেখানে শেষ খবর অনুযায়ী কয়েক লাখ ভোট গণনা বাকি। ১১ ইলেক্টোরাল ভোটের এই অঙ্গরাজ্যে আদতে বাইডেন জিতবেন কিনা, তা নিয়ে সন্দেহ প্রকাশ করা হচ্ছে। তবে এপি তাদের পূর্বাভাসের ব্যাপারে আত্মবিশ্বাসী।
The post জর্জিয়াতেও এগিয়ে গেলেন বাইডেন appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3k5woyn
No comments:
Post a Comment