Friday, November 6, 2020

এবার শীত বাড়বে https://ift.tt/eA8V8J

হেমন্তের ভোর-সন্ধ্যা কুয়াশায় ধূসর। শরীরের শুষ্ক টান টান ভাব ভাব বলে দিচ্ছে শীত এসে গেছে। চলতি মাস থেকেই শীতের আগমনি বার্তা পাওয়া গেলেও আগামী ২৪ ঘণ্টায় আরো বেশি ঠাণ্ডা অনুভূত হতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার সকাল পর্যন্ত সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। এদিকে লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আগামী ৭২ ঘন্টায় বা ৩ দিন আবহাওয়া পরিস্থিতির সামান্য পরিবর্তন হতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ১৪ দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস।

শীতের আমেজ বোঝা যাচ্ছে রাজধানীতেও। ভোরে বাসা থেকে বের হলেই শীত অনুভূত হয়। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে শীতের আবহ কেটে গেলেও আগের মত গরম পড়ছে না। বর্তমান আবহাওয়ায় রাস্তা-ঘাটে চলাফেরা করতে স্বাচ্ছন্দ্য বোধ করছে নগরবাসী।

আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১৬ মিনিটে ও আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৬ টা ৬ মিনিটে।

The post এবার শীত বাড়বে appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/353reyw

No comments:

Post a Comment