সুন্দরবনাঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: ‘ভ্যাকসিন হিরো সম্মান, স্বাস্থ্য সহকারীর অবদান’ এ সেøাগানের আওতায় বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন শ্যামনগর উপজেলা শাখা বেতন বৈষম্য নিরসনের দাবীতে বৃহস্পতিবার কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেন।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের চত্তরে সকাল থেকে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচিতে স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীগণ অংশ গ্রহণ করেন।
বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন শ্যামনগর উপজেলা শাখার সভাপতি মেফতাউল হক ও সাধারণ সম্পাদক ভবসিন্ধু মন্ডল বলেন, স্বাস্থ্য পরিদর্শক ১১ গ্রেড, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ১২ গ্রেড ও স্বাস্থ্য সহকারী ১৩ গ্রেড এবং প্রশিক্ষণ পরবর্তী স্বয়ংক্রিয়ভাবে ১১তম গ্রেড প্রদান করে টেকনিক্যাল পদমর্যাদা ও নিয়োগ বিধি সংশোধন সহ বেতন বৈষম্য নিরসনের যৌক্তিক দাবীতে মাননীয় প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে এ কর্মসূচি পালিত হচ্ছে। কর্মসূচিটি পরিচালনা করেন স্বাস্থ্য পরিদর্শক কুদরত ই এলাহী।
কর্মবিরতি পালন সম্পর্কে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার নিকট জানতে চাইলে তিনি বলেন হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন শ্যামনগর উপজেলা শাখা কর্মবিরতি পালন করেছে বিষয়টি জানি।
The post শ্যামনগরে চাকরীজীবীদের কর্ম বিরতি পালন appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3mnk1Qh
No comments:
Post a Comment