Thursday, November 26, 2020

কলারোয়ায় এড. কিনুলাল স্মৃতি ফুটবল টুর্নামেন্টে সেমিতে জালালাবাদ https://ift.tt/eA8V8J

কেঁড়াগাছি (কলারোয়া) প্রতিনিধি: কলারোয়ার বোয়ালিয়ায় ৮দলীয় নক আউট এড. কিনুলাল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ১-০ গোলে বুধহাটাকে হারিয়ে জালালাবাদ ফুটবল একাদশ জয়লাভ করেছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে স্থানীয় আদর্শ মহিলা দাখিল মাদ্রাসা মাঠে বোয়ালিয়া স্পোটিং ক্লাব আয়োজিত খেলার দ্বিতীয়ার্ধের ১৫ মিনিটে জালালাবাদ ফুটবল একাদশের ৯ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ইমন একটি গোল করে দলকে এগিয়ে নেন। শেষ পর্যন্ত আর কোন গোল না হওয়ায় ১-০ গোলে জয়লাভ করে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে কলারোয়া জালালাবাদ ফুটবল একাদশ।

খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় জালালাবাদের ইমন। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মোশারফ হোসেন। তাকে সহযোগিতা করেন মাসুদ পারভেজ মিলনও মিয়া ফারুক হোসেন স্বপন। ধারাভাষ্য প্রদান করেন তৌহিদুজ্জামান।

The post কলারোয়ায় এড. কিনুলাল স্মৃতি ফুটবল টুর্নামেন্টে সেমিতে জালালাবাদ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/39iHePJ

No comments:

Post a Comment