এমএ রহিম, বেনাপোল (যশোর): স্থলবন্দর বেনাপোল টিটি ট্রাক টার্মিনালের নোংরা বর্জ্য ও এ্যাসিডের ময়লা পানিতে অররুদ্ধ হয়ে পড়েছে স্থানীয় ২শতাধিক পরিবার। শিশু শিক্ষার্থী ও নারী পুরুষের মধ্যে বাড়ছে ঘা পাচড়াসহ বিভিন্ন রোগের পাদুর্ভাব। ক্ষতিগ্রস্ত হচ্ছে আসবাবপত্রসহ ঘরবাড়ি। পরিবেশে পড়েছে বিরুপ প্রভাব। মহা দুর্ভোগে তারা। প্রতিদিন ভারত ও বাংলাদেশের মধ্যে হাজারও আমদানি রপ্তানিবাহি ট্রাক যাতায়াত করে বন্দর দিয়ে। ভারত থেকে আসা ট্রাক রাখার জন্য বেনাপোল বড়আচড়া গ্রামের গা ঘেষে ১৯৯৬ সালে ৩৭ একর জমির উপর নির্মান করা হয় টিটি ট্রাক টার্মিনাল। প্রথম দিকে টার্মিনালের পানি ও বর্জ্য রেল লাইনের পাশদিয়ে প্রবেশে করায় এলাকার পরিবেশ ছিল ভাল। ২০০৮ সাল পরবর্তীতে বন্দরের উন্নয়ন কাজের কারনে বন্ধ করে দেওয়া হয় পানির লাইন। ফলে প্রায় একযুগ ধরে টার্মিনালের পানি ও বর্জ্যে অবরুদ্ধ হয়ে পড়েছে স্থানীয়রা। বিভিন্ন দপ্তরে অর্ভিযোগ দিয়েও কাজ না হওয়ায় মানবতার জীবন যাপন করছেন তারা
স্থলবন্দর বেনাপোল উপ-পরিচালক মামুন তরফদার বলেন, ট্রাক টার্মিনাল এলাকার পানি প্রবাহ করতে না পারায় সমস্যায় আছেন প্রতিবেশী অনেক মানুষ। বিষয়টির সুরাহারে রেল কর্তৃপক্ষসহ বন্দর কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করা হযেছে। ঘটনাস্থল পরিদর্শ করছের রেল কর্তৃপক্ষ ও বন্দর সংর্শ্লিষ্টরা।
The post বেনাপোল স্থলবন্দর টার্মিনালের নোংরা বর্জ্য ও পানিতে অররুদ্ধ ২শতাধিক পরিবার appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3d9jTB7
No comments:
Post a Comment