Wednesday, June 23, 2021

জুয়াড়িদের ধরিয়ে দেওয়ায় কোপানোর হুমকি https://ift.tt/eA8V8J

শ্যামনগর প্রতিনিধি: জুয়া খেলা নিয়ে পুলিশকে তথ্য দেয়ায় সফিকুল ইসলাম নামের একজনকে কুপিয়ে শিক্ষা দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে। জুয়ার আসর থেকে গ্রেপ্তার হওয়া ইমন হোসেনের পিতা তৈয়েবুর রাহমান প্রকাশ্যে এমন হুমকি দিয়েছে বলে অভিযোগ।
অভিযুক্ত তৈয়েবুর রহমান উপজেলার কাশিমাড়ি গ্রামের নজরুল ইসলাম কারিগরের ছেলে।
অভিযোগ গত রোববার সকালে কাতারি (গোশ কাটা ধারালো অস্ত্র) হাতে সফিকুল ইসলামের ভাইয়ের বাড়িতে ঢুকে এমন হুমকি দেয়।
ঘটনার পরপরই তিনি শ্যামনগর থানায় পৌঁছে বিষয়টি পুলিশকে জানায়।
সফিকুল ইসলাম অভিযোগ করেন স্থানীয়ভাবে প্রভাবশালী তৈয়েবুর রহমান দীর্ঘদিন যাবত এলাকায় জুয়ার আসর বসিয়ে ব্যাবসা করছে। ঘটনা জানতে পেরে পুলিশ তাকে অনুরোধ করেন আবারও আসর বসতেই থানায় খবর দিতে।
সফিকুল ইসলাম আরও জানান তার খবরের সুত্রে কয়েক দিন আগে পুলিশ তৈয়েবুরের বাড়ি অভিযান চালায়। এসময় ঘটনাস্থল থেকে তৈয়েবুরের ছেলেসহ ছয় জনকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় তৈয়েবুর ও তার সহযোগী মুরশিদ পালিয়ে যায়।
তিনি অভিযোগ করেন ঘটনার দুই দিন পর ভাই তৌহিদুর ও সহযোগী মুরশিদকে নিয়ে কাতারিসহ ভাইয়ের বাসায় ঢুকে এসব হুমকি দেয়। কাতারি হাতে নিয়ে হাজির হয়ে কুপিয়ে মারার হুমকি দেয় সে।

The post জুয়াড়িদের ধরিয়ে দেওয়ায় কোপানোর হুমকি appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2TZ3nNv

No comments:

Post a Comment