Tuesday, June 22, 2021

বেড খালি নেই সাতক্ষীরা মেডিকেলে: জেলায় জুন মাসে সর্বনিম্ন শনাক্তের হার ২৭ দশমিক ৪, মৃত্যু ৯ জন https://ift.tt/eA8V8J

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় আরো ৭৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ সময় নমুনা পরীক্ষা করা হয় ২৮১ জনের। শনাক্তের হার ২৭ দশমিক ৪ শতাংশ। সাতক্ষীরায় জুন মাসের শুরু থেকে এবং জেলা পর্যায়ে বিশেষ লকডাউন শুরু হওয়ার পর এটাই সর্বনি¤œ শনাক্তের হার। তবে গড় শনাক্ত এখনো উর্দ্ধমুখি। ২৬ এপ্রিল ২০২০ তারিখে জেলায় প্রথম করোনা শানাক্তের পর থেকে মঙ্গলবার পর্যন্ত শনাক্তের গড় এখন ২৬ দশমিক ৩৭ শতাংশ। জুন মাসের ১ তারিখে শনাক্তের গড় ছিল ১৮ দশমিক ৯০ শতাংশ। আরো এক মাস পূর্বে ৩০ এপ্রিল তারিখে এই গড় ছিল ১৮ দশমিক ০৭ শতাংশ।
এদিকে জুন মাসের গত ২২ দিনের মধ্যে ২ দিন শনাক্তের গড় ছিল ৬০ শতাংশের উপর ৬৪.২০ এবং ৬০.৮৭। ৮ দিন ছিল ৫০ থেকে ৬০ শতাংশের মধ্যে। ৪০ থেকে ৫০ শতাংশের মধ্যে ছিল ৭ দিন। ৩০ থেকে ৪০ শতাংশের মধ্যে ছিল ২ দিন এবং মঙ্গলবার ছিল ৩০ এর নিচে।
এদিকে গত ২৪ ঘন্টায় সাতক্ষীরা করোনা ডেডিকেটেড মেডিকেল কলেজ হাসপাতালসহ কয়েকটি ক্লিনিকের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ৯জনের মৃতু হয়েছে। এরমধ্যে ১জন করোনা পজিটিভ। সাতক্ষীরা করোনা ডেডিকেটেড মেডিকেল কলেজ হাসপাতালে মঙ্গলবার রোগী ভর্তি ছিলেন ২৫৪ জন। এছাড়া ৬টি ক্লিনিকে করোনা ও উপসর্গ নিয়ে ভর্তি ছিলেন আরো ১৩৮ জন। এরমধ্যে পজিটিভ আছে ৪১জন। বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন ৭৮৬ জন পজিটিভ।
জেলায় মঙ্গলবার পর্যন্ত করোনা পজিটিভ হয়ে মৃত্যুবরণ করেছেন ৬২জন ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ২৮১ জনের। জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৭৯জন। এরমধ্যে সোমবার পর্যন্ত সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৮২ জন।

The post বেড খালি নেই সাতক্ষীরা মেডিকেলে: জেলায় জুন মাসে সর্বনিম্ন শনাক্তের হার ২৭ দশমিক ৪, মৃত্যু ৯ জন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2TSAEtx

No comments:

Post a Comment