নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা লকডউনের ১৯তম দিনে হাট-বাজারগুলোতে কঠোর অবস্থান নিতে দেখা গেছে পুলিশ প্রশাসনকে। মঙ্গলবার করোনা ঠেকাতে বড় বাজারের কাঁচা বাজার পিএন স্কুল মাঠে স্থানান্তর করা হয়েছে। বড়বাজারসহ বিভিন্ন বাজারগুলোতে ভিড় এড়াতে পুলিশকে কঠোর হতে দেখা গেছে। বাজারের সময় স্বাস্থ্যবিধি মানাতে সরেজমিনে তদারকি করেন সাতক্ষীরা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান।
এদিকে সকাল থেকে পুলিশ সাতক্ষীরা শহরের বিভিন্ন পয়েন্টে ব্যারিকেড বসিয়ে বিনা কারণে চলাচলরত মানুষ ও যানবাহন নিয়ন্ত্রণ। অপ্রয়োজনে বের হলে তাদের ঘরে ফিরিয়ে দেওয়া হচ্ছে। তবে প্রশাসনের সাথে লুকোচুরি খেলছেন সাধারণ মানুষ। প্রশাসন মাঠে নামলেই পালানোর চেষ্টা করছেন সাধারণ জনগণ, আবার প্রশাসন চলে গেলে যা তাই অবস্থা। করোনা সংক্রমণের বিষয়ে কারো যেন মাথা ব্যথা নেই। ঠিক তেমনি লকডাউন মানতেও উদাসীন সাধারণ মানুষ। মানছে না সরকার ঘোষিত নিয়ম-নীতি। অথচ প্রশাসনের পক্ষ থেকে জেলা সদরসহ উপজেলার একপ্রান্ত থেকে আরেক প্রান্ত নিরন্তর ছুটে চলেছেন কর্মকর্তারা।
কিন্তু লকডাউন বাস্তবায়নে প্রশাসন সর্বাত্মক চেষ্টা চালালেও সাধারণ মানুষকে ঘরে রাখতে পারছে না। এরই মধ্যে প্রশাসনের পক্ষ থেকে তিন স্তরে কার্যক্রম পরিচালিত হচ্ছে। সীমান্তে বিজিবি, সড়কে পুলিশ ও মার্কেটে ভ্রাম্যমাণ আদালত।
এদিকে সাতক্ষীরা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ফেইসবুকের মাধ্যমে করোনা সংক্রমন প্রতিরোধে অপ্রয়োজনে বের না হয়ে মানুষকে ঘরে থাকার আহবান জানান। একই সাথে বাজারে ভিড় না করা, জনসাধারণকে জনসমাগম না করা, স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান। সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক মুখে পরিধান করা ও প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার আহবান জানান পুলিশ সুপার।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, লকডাউনের ১৯দিনে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত সাড়ে ৬ লাখ টাকা জরিমানা আদায় করেছে। নাম প্রকাশে অনুচ্ছিুক বড় বজারের এক ব্যবসায়ী বলেন, ‘বাজার করতে এসে কেউ স্বাস্থ্যবিধি মানছেন না। আজ প্রশাসনে খুবই কঠোর হতে দেখা গেছে।’
The post সাতক্ষীরায় লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে পুলিশ appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3zHYXeh
No comments:
Post a Comment