মোঃ আব্দুল্লাহ সিদ্দীক
জীবন প্রবাহে বাঁচার তাগিদে
বিকি-কিনি যতো দ্রব্যাদি,
অযথা ঘোরাঘুরি ছেড়ে ঘরে ফিরে
করোনা ভাইরাস রুধি।
বাজার-ঘাটে, দোকান-পাটে
মোড়ে মোড়ে চায়ের টলে
করোনা কালে দলে দলে
সাঁঝে নামে জনতার ঢল,
বিধি-নিষেধ যতোই থাকুক
সর্ব রীতি চায় নাকো মানতে
যতো গোঁড়ার দল।
করোনা ব্যধি মারছে ছোবল
ঘরে ফিরে হচ্ছে ডবল,
মহামারী করোনায় কেবল
অবনীবাসী খাচ্ছে খাবল।
গোঁড়ামী যতো পরিহারে
সর্বজনকে সজাগ করি,
অবনীবাসীকে সঙ্গি করে
করোনা কালীন যতো বিধি মেনে
শান্তির ভুবন গড়ি।
পরিজনদের সাথী করে
থাকি সবে নিরাপদ,
এ বসুধায় শান্তির নীড়ে
বসুন্ধরাবাসী সর্ব মিলে
দূর করি করোনা নামের আপদ।
The post দূর করি করোনা নামের আপদ appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3xVebuu
No comments:
Post a Comment