Friday, June 25, 2021

করোনা https://ift.tt/eA8V8J

অনতি ঋতি
করোনা ও করোনা তুমি কেন যাও না
কত লোক মরে গেল! শোক তুমি পাও না?
করোনা ও করোনা, তুমি কেন যাও না?

অভাবির বাবা মোলো, দুঃখিদের মা
রাখীদের ভাই গেল, এইবার যা
আর কত নিবি প্রাণ ; দিবি কত শোক
তোকে সবে ঘৃণা করেএই বিশ্বলোক

যেই তোর নাম করে ঘৃণা ভরা মুখ
বুকে তার হাহাকার; হারিয়েছে সুখ
করোনা ও করোনা কেন তুই যাস না
লকডাউন, অনাহার আর সে যে সয় না!

করোনা ও করোনা,তুই কেন যাস্ না?
এত প্রাণ ঝরে গেল ; তোর মরণ হয় না!

The post করোনা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3vRrHy5

No comments:

Post a Comment