Tuesday, June 1, 2021

কলারোয়ায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নে অ্যাডভোকেসি সভা https://ift.tt/eA8V8J

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল বাস্তবায়নে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। ‘শিশু শিশু প্রতি শিশু, বাদ যাবে না কোন শিশু’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬ক্স ভবনের সভাকক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আয়োজিত সভায় সভাপতিত্ব করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার শফিকুল ইসলাম। অন্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডাক্তার গাজী আশিক বাহার, ডাক্তার তানভীর সিদ্দিকসহ চিকিৎসকবৃন্দ, সেবিকা ও স্বাস্থ্যকর্মীবৃন্দ।
সভা শেষে যক্ষা রোগী শনাক্ত করণের জন্য ব্যবহৃত জিন এক্মপার্ট মেশিনের শুভ উদ্বোধন করা হয়। উল্লে¬খ্য, উপজেলাব্যাপী জাতীয় এ প্লাস ক্যাম্পেইন ১ম রাউন্ড ৫ জুন থেকে ১৯ জুন পর্যন্ত। যার সফল কার্যক্রম বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সভায় জানানো হয়।

 

The post কলারোয়ায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নে অ্যাডভোকেসি সভা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3p8JTkO

No comments:

Post a Comment