Wednesday, June 2, 2021

সাতক্ষীরায় স্বাস্থ্যাভ্যাস উন্নয়নে সুশিখন ও অভিজ্ঞতা বিনিময় কর্মশালা https://ift.tt/eA8V8J

সাতক্ষীরায় স্বাস্থ্যাভ্যাস উন্নয়ন ও সমাজের মূল ¯্রােতে প্রতিবন্ধীদের একীভুত করার লক্ষ্যে সমতা প্রকল্পের সুশিখন ও অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ জুন) সাতক্ষীরা সদর উপজেলা ডিজিটাল কর্নারে বেসরকারি সংস্থা ডিআরআরএ ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় এই কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ শহীদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা।

আলোচনায় অংশ নেন বল্লী ইউপি চেয়ারম্যান বজলুর রহমান, ফিংড়ি ইউপি চেয়ারম্যার শামসুর রহমান, আলিপুর ইউপি সচিব কাঞ্চন কুমার দে, বল্লী ইউপি সচিব শেখ তানজির আহমেদ, সিবিও সভাপতি আনজুমান আরা মিনি, ফেরদৌসি সুলতানা, প্রতিবন্ধী গ্রুপের সভাপতি সরোজিত কুমার সরকার, আক্তারুল ইসলাম প্রমূখ।

কর্মশালায় তথ্য চিত্র উপস্থাপন করেন ডিআরআরএর কর্মকর্তা নীলোৎপল মন্ডল ও সিরাজুল ইসলাম এবং সমতা প্রকল্পের জেলা সমন্বয়কারী প্রতিভা বিকাশ সরকার।

কর্মশালায় সমতা প্রকল্পের কর্মএলাকার স্বাস্থ্যাভ্যাস উন্নয়ন চর্চার শিখনীয় বিষয়গুলো ও প্রতিবন্ধীদের সমাজের মূল ¯্রােতে একীভুত করার লক্ষ্যে গৃহীত কার্যক্রমসমূহ তুলে ধরে তা সর্বত্র ছড়িয়ে দেওয়ার আহবান জানানো হয়। প্রেসবিজ্ঞপ্তি

The post সাতক্ষীরায় স্বাস্থ্যাভ্যাস উন্নয়নে সুশিখন ও অভিজ্ঞতা বিনিময় কর্মশালা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3vPLizy

No comments:

Post a Comment