পত্রদূত ডেস্ক: নানা কর্মসূচির মধ্যদিয়ে সাতক্ষীরায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। জেলা আওয়ামী লীগ, সদর উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। এ সময় কর্মসূচির মধ্যে ছিল বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, গাছের চারা বিতরণ ও ধর্মীয় অনুষ্ঠান।
দিবসটি উপলক্ষে বুধবার বেলা ১০টায় জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক এমপি একে ফজলুল হক ও সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান মো.নজরুল ইসলামের নেতৃত্বে সাতক্ষীরা শহরের খুলনা রোড়ের মোড়স্থ বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সহ-সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সাহানা হামিদ, শহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র ও আসাদুজ্জামান বাবু, দপ্তর সম্পাদক শেখ হারুন অর রশিদ, শিক্ষা সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, স্বাস্থ্য সম্পাদক ডা. সুব্রত ঘোষ, সদস্য এসএম শওকত হোসেন, এড. সৈয়দ জিয়াউর রহমান, নাজমুন নাহার মুন্নি, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রশিদ, জেলা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সুমন হোসেন প্রমুখ।
সকাল ১০.৩০ টায় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাবেক এমপি এ কে ফজলুল হক এর সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন-উর-রশিদ এর পরিচালনায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল।
সভায় মোবাইলের মধ্যমে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক ডা: আ.ফ.ম রুহুল হক এমপি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম। বক্তব্য রাখেন সহ-সভাপতি মোঃ শহিদুল ইসলাম, অধ্যক্ষ আবু আহম্মেদ, শেখ সাহিদ উদ্দীন ও শাহানা মুহিদ। যুগ্ম-সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু। আইন সম্পাদক ওসমান গণি, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আজহারুল ইসলাম, প্রচার সম্পাদক অনিত কুমার মুখার্জী, মহিলা বিষয়ক সম্পাদক শিমুন শামস্, শিক্ষা ও মানব সম্পাদক লায়লা পারভীন সেজুঁতি, শিল্প ও বাণিজ্য সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন, সাংস্কৃতিক সম্পাদক শামিমা পারভীন রতœা, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ সুব্রত কুমার ঘোষ, সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, উপ-দপ্তর সম্পাদক শেখ আসাদুজ্জামান লিটু, নির্বাহী সদস্য ফিরোজ আহম্মেদ, এস এম শওকত হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ, মীর মোশাররফ হোসেন মন্টু, সৈয়দ জিয়াউর রহমান বাচ্চু, কোহিনুর ইসলাম, মোস্তাফিজুর রহমান নাছিম, নাজমুন নাহার মুন্নি, মোঃ সামছুর রহমান চেয়ারম্যান, জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিৎ সাধু, জেলা শ্রমিক লীগের সভাপতি ছাইফুল করিম সাবু, জেলা যুবলীগের যুগ্ম-আহŸায়ক জহিরুল ইসলাম নান্টু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলী, জেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আশিকুর রহমান আশিক, সাধারণ সম্পাদক মোঃ সুমন হোসেন, ও বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের জেলা যুগ্ম সম্পাদক মোঃ আসাদুজ্জামান লাভলু প্রমুখ।
আলোচনা সভা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন পুরাতন কোর্ট জামে মসজিদের পেশ ইমাম হাফেজ ক্বারী শেখ ফিরোজ আহমেদ।
The post নানা কর্মসূচির মধ্যদিয়ে সাতক্ষীরায় পালিত হলো আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3w0WhW9
No comments:
Post a Comment