নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় লক ডাউনের তৃতীয় সপ্তাহে করোনা সংক্রমণের হার কমতে শুরু করেছে। গত ২৪ ঘন্টায় জেলায় আরো ৬৭জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ সময় সাতক্ষীরায় নমুনা পরীক্ষা করা হয় ১৮১টি। শনাক্তের হার ৩৭ দশমিক ০২ শতাংশ। ২৪ ঘন্টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ৭জন ও করোনা পজিটিভ ১জন মোট ৮জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত জেলায় করোনা পজিটিভ ৬৩ জন ও করোনা উপসর্গ নিয়ে ২৮৮ জনের মৃত্যু হয়েছে।
এদিকে গত মে মাসের ২৩ তারিখের পর থেকে জেলায় করোনা সংক্রমনের যে দাপট শুরু হয়েছিল স্থানীয়ভাবে একটানা লকডাউনের তৃতীয় সপ্তাহে তা কমতে শুরু করেছে। লকডাউনের ১৪তম দিনে জেলায় শনাক্তের হার ছিল ৬০.৮৭ শতাংশ। তৃতীয় সপ্তাহের প্রথম দিনে ৫০ শতাংশ। লকডাউনের ১৬ তম দিনে ৪৩.১ শতাংশ, ১৭তম দিনে ৪৫.৭৫ শতাংশ, ১৮তম দিনে ৩৪.৬৮ শতাংশ এবং ১৯তম দিনে ৩৭.০২ শতাংশ।
লকডাউনে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কড়াকড়ি থাকায় রাস্তায় মানুষের উপস্থিতি আগের চেয়ে কম রয়েছে। শহরের সুলতানপুর বড় বাজারের কাচা বাজার পিটিআই মাঠে স্থানান্তর করায় চাপ কমেছে।
The post সাতক্ষীরায় সংক্রমন কমছে, নতুন শনাক্ত ৬৭: করোনা ও উপসর্গে মৃত্যু ৮ appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3qlbdNq
No comments:
Post a Comment