Tuesday, June 22, 2021

পাইকগাছায় লকডাউনের প্রথম দিনে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী https://ift.tt/eA8V8J

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: সপ্তাহব্যাপী কঠোর লকডাউনের প্রথম দিনে কঠোর অবস্থানে পাইকগাছায় আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। লকডাউন সর্বাত্মকভাবে পালনে বাধ্য করতে পাড়া থেকে শুরু করে প্রধান সড়ক ও মোড়ে মোড়ে টহল দিচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মঙ্গলবার সকাল থেকে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী লকডাউন কার্যকর করতে সর্বদা মাঠে ছিলেন। জরুরী পরিসেবা বাদে সকল দোকান-পাট বন্ধ ছিল। এর পরেও কিছু-কিছু দোকান মালিকরা সুযোগের অপেক্ষায় ছিল এমনটাই লক্ষ করা গেছে। সকালে লকডাউন কার্যকর করতে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, সহকারী পুলিশ সুপার (ডি সার্কেল) মো: হুমায়ন কবির, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহারীয়ার হক, পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: এজাজ শফীর নেতৃত্বে এজাজ শফীর নেতৃত্বে থানা পুলিশ ১৮ ব্যক্তিকে আটক করেন। পরবর্তীতে উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টুর জিম্মায় ছেড়ে দেওয়া হয়। এদিকে করোনা পরিস্থিতিতে লকডাউনকালে নিয়ম ভেঙে মোটরসাইকেল চালানোর অভিযোগে থানাসহ ক্যাম্প পুলিশ একাধিক মোটরসাইকেল আটক করেছেন। ভ্রাম্যমাণ আদালতে মোটরসাইকেল চালক, ভ্যান চালক ও মাস্কবিহিন পথচারীদের নিকট থেকে জরিমানা আদায় ও সচেতনতামূলক দিক নির্দেশনা দেয়া হচ্ছে।

The post পাইকগাছায় লকডাউনের প্রথম দিনে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3gYD8OK

No comments:

Post a Comment