Tuesday, June 22, 2021

কপিলমুনিতে লকডাউনের প্রথম দিনে দোকানপাট বন্ধ https://ift.tt/eA8V8J

কপিলমুনি (খুলনা) প্রতিনিধি: লকডাউনের প্রথম দিনে কপিলমুনিতে কঠোরভাবে কার্যকর হয়েছে। মঙ্গলবার সারাদিনই ওষুধ, কাঁচামাল, ক্লিনিক ও খাবারের দোকান ছাড়া সব দোকানই বন্ধ ছিল।
জানা যায়, ৭ দিনের ঘোষিত লকডাউন কার্যকরের জন্য উপজেলা প্রশাসন ও কপিলমুনি পুলিশ ফাঁড়ির পক্ষ থেকে সোমবার দোকানপাট বন্ধ রাখার জন্য সর্বস্তরের ব্যবসায়ীদের নির্দেশ হয়। সে অনুযায়ী মঙ্গলবার ব্যবসায়ীদের দোকান বন্ধ রাখতে দেখা যায়। সকাল থেকে কপিলমুনি পুলিশ ফাঁড়ী ইনচার্জ দেবাশিষ দাশ ও এসআই আব্দুল আলীম সংগীয় ফোর্স নিয়ে বাজারে টহল দিতে থাকেন, এবং মাস্ক পরার জন্য পথচারীদের আহব্বান জানান। দুপুর ১২টার দিকে ফাঁক বুঝে দু’এক জন ব্যবসায়ী দোকান খুললে তাদেরকে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারীর কমিশনার ভূমি শাহরিয়ার হক জরিমানা করেন। চায়ের দোকানী ইবাদুল ইসলাম ও ফল ব্যবসায়ী বারিক সরদারকে ১শ’ টাকা করে জরিমানা করেন।
বাজারের প্রত্যেকটি অলিগলি ও কাশিমনগর বাজারে পুলিশের শক্ত অবস্থানের ফলে এ্যম্বুলেন্স ও জরুরী সেবার পরিপবহন ছাড়া কোন ইঞ্জিন চালিত বাহন চলেনি। বাজারের প্রত্যেকটি গলি ছিল ফাঁকা। বিশেষ প্রয়োজন ছাড়া তেমন কাউকে বাজারে আসতেও দেখা যায়নি।

The post কপিলমুনিতে লকডাউনের প্রথম দিনে দোকানপাট বন্ধ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3d1g4hu

No comments:

Post a Comment