Tuesday, June 1, 2021

আন্তর্জাতিক সংগঠনে দেশের তরুণ প্রতিনিধি নির্বাচিত সাতক্ষীরার সিয়াম https://ift.tt/eA8V8J

আব্দুস সামাদ: জাতিসংঘের মর্যাদাপূর্ণ ইয়্যুথ প্লাটফর্ম ‘এশিয়া ইয়্যুথ ইন্টারন্যাশনাল মডেল ইউনাইটেড ন্যাশনস এর ইউনাইটেড ন্যাশনস ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশনে বাংলাদেশি তরুণ প্রতিনিধি সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সাতক্ষীরার সিয়াম ফেরদৌস।
বিতর্ক প্রতিযোগিতা শুরুটা ষষ্ঠ শ্রেণিতে থাকা অবস্থায়, অনেকটা কাকতালীয়ভাবে। ২০১৪ সালের অক্টোবরে হঠাৎ আমার স্কুল সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ফোন দেয় বিতর্ক প্রতিযোগিতার জন্য। তারপর সেখানে গিয়ে বড় ভাইয়েরা বিতর্ক প্রতিযোগিতার গুরুত্ব তুলে ধরেন এবং তাদের সংস্পর্শেই বিতর্ক প্রতিযোগিতার হাতেখড়ি, এরপর এগিয়ে চলা আর শতাধিক অর্জন আলাপচারিতায় এমনটিই জানাচ্ছিলেন খুলনা পাবলিক কলেজ দ্বাদশ শ্রেণি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাতক্ষীরার এস এম সিয়াম ফেরদৌস।
এসএম সিয়াম ফেরদৌস সাতক্ষীরার পলাশপোল এলাকার প্রকৌশলী এসএম সেলিম রেজা ও নাসরিন সালমা এর একমাত্র ছেলে। সাতক্ষীরা জেলার সদর উপজেলায় বেড়ে ওঠা এই তরুণ অংশ নেন বাংলাদেশ টেলিভিশন বিটিভির ১২তম কুইজ প্রতিযোগিতায়, জাতীয় রচনা প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে ২য় ও খুলনা বিভাগীয় ১ম পুরস্কারটা থাকে তারই দখলে। ২০২১ সালের মার্চ মাসে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী খুলনা বিভাগীয় বিতর্ক প্রাক বিশ্ববিদ্যালয় পর্যায়ে সেরা, জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডে, পিএসসি ও জেএসসি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি, ক্লাসে ১ রোল, বিজ্ঞান মেলা, উন্নয়ন মেলা, জাতীয় শিক্ষা সপ্তাহ, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিএফএফ সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক, ডিবেট বাংলাদেশ, শিশুদের মৌসুমী কুইজ ও বিতর্ক, শিশু একাডেমি বিতর্ক-এছাড়া বিতর্ক, কুইজ, রচনা, অলিম্পিয়াড, উপস্থিত বক্তৃতা, আবৃত্তিসহ বিভিন্ন প্রতিযোগিতায় রয়েছে তার শতাধিক সেরা অর্জন।
সম্প্রতি জাতিসংঘের সবচেয়ে মর্যাদাপূর্ণ ইয়্যুথ প্লাটফর্ম ‘এশিয়া ইয়্যুথ ইন্টারন্যাশনাল মডেল ইউনাইটেড ন্যাশনস এর ইউনাইটেড ন্যাশনস ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশনের বাংলাদেশি তরুণ প্রতিনিধি সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সিয়াম। এখানে বাংলাদেশ সরকারের কোভিড পরবর্তী সময়ে পর্যটনের সমস্যা সমাধানের জন্য নেওয়া নানা পদক্ষেপের কথা আলোচনা করেন।
সিয়াম বলেন, বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ। বাংলাদেশের মাঝে লুকিয়ে আছে অপার সম্ভাবনা। কিন্তু প্রয়োজন এই সম্ভাবনার সঠিক ও সুষ্ঠু পরিচর্যা। আমি বড় হয়ে একজন ডাক্তার হতে চাই এবং গরিব দুঃখী অসহায় মেহনতি মানুষের পাশে দাঁড়াতে চাই এবং দেশের উন্নয়ন, পরিকল্পনা ও দেশের সমৃদ্ধির জন্য ও দেশের মানুষের জন্য কাজ করে যেতে চাই।
তিনি আরও বলেন, তরুণদের নেতৃত্ব নিয়ে আমার ভাবনা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘ছাত্রদলের গান’ কবিতার মতই ‘মোদের চক্ষে জ্বলে জ্ঞানের মশাল বক্ষে ভরা বাক কণ্ঠে মোদের কুণ্ঠাবিহীন নিত্য কালের ডাক।’ অর্থাৎ তরুণদের চোখে যেমন থাকবে জ্ঞানস্পৃহা, তেমনি বুকের মাঝে যেন ধ্বনিত প্রতিধ্বনিত হবে এক অপার সম্ভাবনার নয়াদিগেন্তর হাতছানি। কণ্ঠে থাকবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার এক বলিষ্ঠ কণ্ঠস্বর। তরুণরাই আগামী দিনের দেশ বিনির্মাণের কারিগর। তাই তরুণদের নেতৃত্ব গুণসম্পন্ন ও যোগ্য নাগরিক রূপে গড়ে তুলতে হবে। এজন্য প্রয়োজন সুষ্ঠু ব্যবস্থাপনা ও পরিকল্পনা। দক্ষ ও যোগ্য নেতৃত্ব দিয়েই তরুণদের এগিয়ে যেতে হবে। আমি মনে করি সততা, যোগ্যতা, উদ্ভাবনী শক্তি, দায়িত্ব, আন্তরিকতা, কর্মনিষ্ঠা, পারস্পরিক সহযোগিতাই তরুণদের সামনে এগিয়ে নিয়ে যাবে দেশ আরও এগিয়ে যাবে। সে সকলের দোয়া কামনা করেছে।

The post আন্তর্জাতিক সংগঠনে দেশের তরুণ প্রতিনিধি নির্বাচিত সাতক্ষীরার সিয়াম appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3uKoUGe

No comments:

Post a Comment