ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: খুলনার ডুমুরিয়ার রুদাঘরা ইউনিয়ন পরিষদ সদস্য ও আওয়ামী লীগ নেতার উপর স্থানীয় যুবলীগ নেতার লোকজন হামলা চালিয়েছে বলে থানায় মামলা হয়েছে। ভূক্তভোগী ইউপি সদস্য এসএম নাজমুল হুদা নান্নু বাদী হয়ে যুবলীগ নেতা জহুরুল ইসলামকে প্রধান আসামীসহ ৫জনের নাম উল্লেখ করে মঙ্গলবার (১জুন) মামলাটি দায়ের করেছেন। তবে পুলিশ মামলার আসামীদের এখনও গ্রেপ্তার করতে পারেনি।
মামলা সূত্রে জানা গেছে, জেলার ডুমুরিয়া উপজেলার রুদাঘরা ইউনিয়ন পরিষদের ৫নং খরসঙ্গ গ্রাম ওয়ার্ড সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এসএম নাজমুল হুদা নান্নুকে পূর্ব শত্রুতার জের ধরে রুদাঘরা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক জহুরুল ইসলাম মোল্যার নেতৃত্বে তার লোকজন ২৮ মে সন্ধ্যায় শোলগাতিয়া বাজারের একটি চায়ের দোকানের সামনে তাকে একা পেয়ে অশ¬ীল ভাষায় গালিগালাজ করতে থাকলে নান্নু তার প্রতিবাদ করে। এক পর্যায়ে জহুরুল ইসলাম ও তার অপর চার সহযোগী নান্নুকে বেদম মারপিট করে জখম করে। স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এ প্রসঙ্গে ভূক্তভোগী ইউপি সদস্য নান্নু বলেন, ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল খোকনের ছত্র-ছায়ায় থেকে জহুরুল ও তার সহযোগীরা এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজিসহ নিরীহ সাধারণ মানুষকে মারপিট ও হয়রানী করে আসছে। এলাকার ভুক্তভোগী মানুষ এদের ভয়ে মুখ খুলতে সাহস পায়না। আমি বিভিন্ন সময়ে তাদের অপকর্মের প্রতিবাদ করায় অনেক দিন ধরে আমি তাদের রোষানলে ছিলাম। সুযোগ বুঝে তারা আমার উপর হালমা ও মারপিট করে প্রতিশোধ নিয়েছে ।
এ প্রসঙ্গে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল খোকন বলেন, আমি কোন সন্ত্রাসী, সমাজ বিরোধী লোককে আশ্রয়-প্রশ্রয় দেইনা। অনেকে অনেক বিভ্রান্তিমূলক কথা বলে যা সঠিক নয়। আমার শক্তি আমার সাধারণ জনগণ। সুতরাং আমার কোন বাহিনীর প্রয়োজন নেই।
মামলার বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ জানান, মামলার আসামীদের গ্রেপ্তারে প্রচেষ্টা অব্যাহত আছে।
The post ডুমুরিয়ায় ইউপি সদস্যকে মারপিটের ঘটনায় মামলা appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3vH850e
No comments:
Post a Comment