দেবহাটা সংবাদদাতা: সাতক্ষীরার দেবহাটায় সংখালঘু পরিবারের উপর হামলা, ভাংচুর ও ছিনতাইয়ের ঘটনায় ২জনকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে দেবহাটা থানা পুলিশ অভিযান চালিয়ে পুটু গাজীর ছেলে সিদ্দিক গাজী (২৫) ও পুটু গাজীর স্ত্রী সবজান বেগম (৫০) কে আটক করে। গত শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার মাঘরী গ্রামের অমল ঘোষের বসতবাড়ির সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলার সময় বাঁধা দেওয়ায় তাদের উপর হামলা চালিয়ে আহত করে প্রতিবেশির পরিবার। এঘটনায় মাঘরী গ্রামের মৃত ছগীর উদ্দীন গাজীর পুত্র পুটু গাজী (৫৮), মেছের গাজী (৫০), পুটু গাজীর পুত্র সিদ্দিক গাজী (২৫), পুটু’র স্ত্রী সবজান বেগম (৪৫) ও সিদ্দিক গাজীর স্ত্রী খাদিজা বেগম (২৩)কে আসামী করে মাঘরী গ্রামের অমল ঘোষের ছেলে মিলন ঘোষ বাদি হয়ে দেবহাটায় থানায় মামলা দায়ের করে। মামলা নং-৩, তাং ০৫-০৬-২০২১।
উল্লেখ্য, দীর্ঘ দিন ধরে জমিজমা সংক্রান্ত বিষয়ে মাঘরী গ্রামের মিলন ঘোষের পরিবারের সাথে পাশের বাড়ির মৃত ছগীর উদ্দীন গাজীর পুত্র পুটু গাজীর বিরোধ চলে আসছিল। শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে মিলন ঘোষের বসত ভিটার জমি দখল করাসহ বাড়ির সীমানার প্রাচীর ভেঙ্গে ফেলার হুমকি দিতে থাকে। একপর্যায়ে তারা বসত ভিটার দক্ষিণ পাশের সীমানার পাকা প্রাচীর জোরপূর্বক ভেঙে আনুমানিক এক লক্ষ বিশ হাজার টাকার ক্ষতি সাধন করে। এসময় মিলন ঘোষ সহ তার পিতা অমল ঘোষ ও মাতা শুভদ্রা ঘোষ তাদেরকে মৌখিকভাবে বাঁধা প্রদান করলে মিলন ঘোষের পিতা-মাতাকে মারপিট করে গুরুতর জখম করে এবং তারা শুভদ্রা ঘোষে পরোনের কাপড় টানা হেচড়া করে শ্লীলতাহানির ঘটনা ঘটায় এবং গলায় থাকা ৪০ হাজার টাকার একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।
এবিষয়ে দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা জানান, হিন্দু পরিবারে হামলা, ভাংচুর ও ক্ষতিসাধানের বিষয়ে একটি মামলা দায়ের হয়েছে। উক্ত মামলায় ২জন আসামী আটক হয়েছে। বাকিদের আটকের প্রস্তুতি চলছে।।
The post দেবহাটায় সংখালঘু পরিবারের উপর হামলার ঘটনায় মামলা: আটক ২ appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3gfKsFo
No comments:
Post a Comment