নিজস্ব প্রতিনিধি: তালায় ইয়াবাসহ শেখ আমিরুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে র্যাব-৬। সে উপজেলার কানাইদিয়া গ্রামের শেখ আলী আহাম্মদের ছেলে। তালা থানা পুলিশের তথ্য মতে, খুলনায় র্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে তালা উপজেলার কানাইদিয়া খেয়াঘাটের রাস্তার উপর কিছু ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়বিক্রয় করছে। তখন প্রাপ্ত তথ্যের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে উক্ত স্থানে আভিযানিক দলটি শুক্রবার (৪ জুন) রাতে আনুমানিক ৮টার দিকে অভিযান পরিচালনা করে। র্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টাকালে ঘটনাস্থল হতে শেখ আমিরুল ইসলাম (৪৫) কে আটক করা হয়। উক্ত সময় তার কাছে থাকা ৪৮২ পিচ ইয়াবা জব্দ করে।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী রাসেল আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, খুলনা র্যাব-৬ এর এসআই মো. শফিকুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তালা থানায় একটি মামলা দায়ের করেছেন।
The post তালায় মাদকসহ মাদক কারবারী গ্রেপ্তার appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/34UbCMZ
No comments:
Post a Comment