Wednesday, June 2, 2021

কলারোয়ায় ভারত থেকে অবৈধপথে দেশে ফেরার সময় এক রোহিঙ্গাসহ ১০জন আটক https://ift.tt/eA8V8J

পত্রদূত ডেস্ক: অবৈধপথে ভারত থেকে বাংলাদেশে আসার সময় বিজিবি এক রোহিঙ্গাসহ ১০জনকে আটক করেছে। মঙ্গলবার রাতে তাদেরকে সাতক্ষীরার কলারোয়ার মাদরা, কাকডাঙা ও তলুইগাছা সীমান্ত থেকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, সাতক্ষীরার কলারোয়া উপজেলার শিংলাল গ্রামের মতিয়ার রহমানের ছেলে মোমিন (২৫), একই উপজেলারে ভাদিয়ালি গ্রামের আকবর আলীর ছেলে আতিকুল ইসলাম (২৭),সদর উপজেলার শ্রীরামপুর গ্রামের আজিজুল বিশ্বাসের ছেলে শাহাজাহান বিশ্বাস (৩৭), তার স্ত্রী আরিফা খাতুন (২২), একই উপজেলার মুকুন্দপুর গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে আবীর হোসেন (১৬) ও আসিফ কবীর (১৪), উখয়া রেহিঙ্গা শরনার্থী শিবিরের নাজির হোসেনের ছেলে রফিকুল ইসলাম (৪১), নড়াইল জেলার কালিয়া উপজেলার পেরুলি গ্রামের মিলন শেখের ছেলে মাহাবুব শেখ (২৫), একই উপজেলার জামিলডাঙা গ্রামের চাঁন খার স্ত্রী কুয়াছিনা (৩২) ও যশোর জেলার কোতোয়ালি থানাধীন ছাবরা গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী মরিয়ম বেগম (৩৫)।

বিজিবি’র সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ আল মাহমুদ জানান, করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট প্রতিরোধে বিজিবি’র বিশেষ টহল বাহিনীর সদস্যরা মঙ্গলবার রাতে ভারত থেকে আসার সময় কলারোয়ার মাদ্রা, তলুইগাছা ও কাকডাঙা সীমান্ত থেকে এক রোহিঙ্গাসহ ১০জনকে আটক করা হয়। তাদেরকে কালীগঞ্জের নলতা আহছানিয়া মিশনের আশ্রয়কেন্দ্রে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। কোয়ারেন্টাইনের মেয়াদ শেষে তাদেরকে কলারোয়া থানায় সোপর্দ করা হবে।

The post কলারোয়ায় ভারত থেকে অবৈধপথে দেশে ফেরার সময় এক রোহিঙ্গাসহ ১০জন আটক appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3vJ7ESZ

No comments:

Post a Comment