Saturday, June 26, 2021

ভুয়া টিকা নিয়ে অসুস্থ মিমি https://ift.tt/eA8V8J

করোনার ভুয়া টিকা নিয়ে অসুস্থ হয়ে পড়েছেন অভিনেত্রী ও তৃণমূল কংগ্রেসের সাংসদ মিমি চক্রবর্তী। কয়েকদিন আগে করোনার টিকা নেন তিনি। এর চারদিনের মাথায় অসুস্থ হয়ে পড়েন। শনিবার ভোরে তার সমস্যা শুরু হয়। অবস্থা খারাপের দিকে যাওয়ায় বাড়িতে হাজির হন চিকিৎসক। আপাতত বাড়িতেই চলছে তার চিকিৎসা।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, শনিবার ভোর চারটে থেকে মিমির শরীরর খারাপ। পেটে মারাত্মক ব্যথা। তিনি ঘামতে থাকেন। ভোর ৬টায় মিমির হাউস ফিজিশিয়ান তার বাড়িতে আসেন। অভিনেত্রীর গলব্লাডারে আগে থেকেই সমস্যা। চিকিৎসক মিমিকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিলেও রাজি হননি তিনি।

প্রসঙ্গত, কসবায় ভুয়া টিকাদান কেন্দ্রের প্রতারণার শিকার হয়েছেন মিমি। গত মঙ্গলবার ওই ক্যাম্প থেকে কোভিশিল্ড নেন মিমি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ওই ক্যাম্পে করোনার টিকার নামে পাউডারের সঙ্গে জল মিশিয়ে পুশ করা হয়েছে।

অসুস্থ হওয়ার পর শনিবার অভিনেত্রী মিমির রক্তপরীক্ষাসহ একাধিক পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়েছে।

 

 

 

 

The post ভুয়া টিকা নিয়ে অসুস্থ মিমি appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2U2Pz4r

No comments:

Post a Comment