মাদক বিরোধী র্যালিকে স্বাগত। কিন্তু মনটা খারাপ হয়ে যায়, যখন র্যালির পুরোভাগে দেখা যায় এলাকার চিহ্নিত বিড়িখোরদের চেহারা। দু:খে মরে যেতে ইচ্ছে করে, যখন এক চোর আরেক চোরের বিচার করে, উপদেশ দেয়, সবক চাপায়, ধর্মের কাহিনী শোনায়। তামাক মাদকের ভায়রা-ভাই, হোক সে ভার্জিনিয়া টোব্যাকো। ধূমপানে বিষপান, মাদক সেবনে বিষ সেবন। দুটোই বিষ, দুটোতেই মৃত্যু। পার্থক্য শুধু এতটুকু, লঘুবিষ আর গুরুবিষ, ধীরে মৃত্যু আর একটু দ্রুত মৃত্যু, এই যা পার্থক্য। নেশার ক্ষেত্রে দুটোই সমান; আমি কম্বল ছাড়লেও, কম্বল আমাকে নেহি ছোড়েগা। এ অবস্থায় এক ‘কম্বল মুড়ি দেওয়া’ আরেক কম্বলওয়ালাকে বলছে, ‘কম্বলকে না বলুন’! বাহ রে বাহ! কী চমৎকার হাস্যকর কথা!
জীবন-হন্তারক বিষ জেনেও, যে তা পান করে নিজের আত্মার সাথে প্রতারণা করে এবং প্রতিনিয়ত তীব্র ঝাঁঝাল বিকট ধোঁয়া বাতাসে উৎগীরণ করে পরিবেশ দূষিত করে এবং অন্যের জীবনকেও হুমকির মধ্যে ফেলে, সেই কীনা মাদকসেবীদের বিরুদ্ধে পথে নেমেছে, স্লোগান দিচ্ছে। হায়, এ জীবনে আর কী দেখব! ধরণী দ্বিধা হও! দেবহাটা উপজেলার হাতরুলিয়া গ্রামের ভদি বু’র গল্পটা না বললে আজকের এই ক্ষোভ ঝরানো লেখাটার ইতি টানা যাচ্ছে না। ভদি বু’র কাছে যায়নি, এলাকার এমন কোন এঁড়ে, দামড়া বা দাঁতা-বাছুর নেই, শুধুমাত্র একজন হাজী সাহেব বাদে। একদা ভদি বুর বিরুদ্ধে বিচার ডাকা হলো। অপরাধÑভদি বু’র কারণে নাকি এলাকার এঁড়েসমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। এই মর্মে এলাকার গণ্যমান্য-জঘন্য ব্যক্তিরা হাজী সাহেবের কাছে নালিশ দিল। হাজী সাহেব ভদি বুকে ডাকিয়ে এনে বললেন, ‘ভদি, তোর বিচার হবে।’ ভদি বু লজ্জাবনত বদনে হাজী সাহেবকে বললেন, ‘চাচা, আপনি ওদেরকে জিজ্ঞেস করেন যে, আমার বিচার করবে কে।’ হাজী সাহেব নিরুত্তর হয়ে গেলেন। অত:পর মামলা ডিসমিস! আমার বিচার করবে কে? অনুরূপভাবে মাদক বিরোধী র্যালির সামনে কে? বিড়িখোর নাকি! লেখক: কামারুজ্জামান রতেœশ্বরপুর, দেবহাটা, সাতক্ষীরা
The post ধূমপান বিরোধী র্যালি কবে হবে? appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2Gwxq8R
No comments:
Post a Comment