পত্রদূত রিপোর্ট: একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের গণতন্ত্র ও উন্নয়নের ইতিহাসে একটি মাইলফলক। এই নির্বাচনের মধ্যে দিয়ে অশুভ শক্তি, দুর্নীতি-সন্ত্রাস ও জঙ্গিবাদের পৃষ্টপোষকেদের আস্ফালন আর সহিংস রাজনীতির অন্ধকার ছায়া কাটিয়ে গণতন্ত্রের নবতর অভিযাত্রায় অগ্রসর হয় বাংলাদেশ। দিবসটি উপলক্ষে বিভিন্নস্থানে আনন্দ র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কালিগঞ্জ: গণতন্ত্রের বিজয় উপলক্ষে কালিগঞ্জে আনন্দ র্যালি ও সমাবেশ বুধবার (৩০ ডিসেম্বর) বিকেলে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে উপজেলার সদর ফুলতলা মোড় হতে মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু ম্যুরাল প্রাঙ্গনে যেয়ে শেষ হয়।
পরবর্তীতে ম্যুরাল প্রাঙ্গনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাষ্টার নরীম আলী মুন্সির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট’র সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুশুলিয়া ইউপির সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সজল মুখার্জী, প্রয়াত শেখ ওয়াহেদুজ্জামানের ছোট ছেলে কুশুলিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্ল্যাহ, রতনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফুল হোসেন খোকন, চাম্পাফুল সভাপতি মোজাম্মেল হক গাইন, দক্ষিণ শ্রীপুর সভাপতি গোবিন্দ মন্ডল, মৌতলা সভাপতি দুলাল চন্দ্র, নলতা সভাপতি আনিছুজ্জামান খোকন, সহ-সভাপতি তারিকুল ইসলাম, মথুরেশপুর সভাপতি মোকলেছুর রহমান মুকুল, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক শেখ ইকবাল আলম বাবলু, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাবেক ছাত্রনেতা মাষ্টার শফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ শাওন আহমেদ সোহাগ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুল হাসান নাঈম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি শেখ শাহাজালাল, সাধারণ সম্পাদক আব্দুস সবুর, শ্রমিক ইউনিয়নের সভাপতি মনিরুল ইসলাম মনি, সাধারণ সম্পাদক আবু তাহের, উপজেলা তথ্য প্রযুক্তি লীগের সভাপতি মাসুদ পারেভজ ক্যাপ্টেন, ছাত্রনেতা ওসমান খান প্রমুখ।
তালা উপজেলা কৃষকলীগ: তালা উপজেলা কৃষকলীগের উদ্যোগে পাটকেলঘাটা বাজারে বুধবার বিকাল ৪টায় গণতন্ত্রের বিজয়ের দ্বিতীয় বছর পূর্তিতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পটকেলঘাটা পাঁচরাস্তার মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়। তালা উপজেলা কৃষকলীগের আহবায়ক মুক্তিযোদ্ধা ময়নুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব ইন্দ্রজিৎ কুমার সাধুর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিৎ সাধু, কেন্দ্রীয় সদস্য দিলীপ অধিকারী, জেলা কৃষকলীগের সহ-সভাপতি স ম আতিয়ার রহমান, সরুলিয়া কৃষকলীগের আহবায়ক নজরুল ইসলাম, কৃষক নেতা বিধান দাশ, দেবব্রত দেবনাথ, লিটন মোড়ল, নাজমুল হাসান মিঠু, মনিরুজ্জামান, গোপাল দাশ, লুৎফর রহমান প্রমুখ।
জেলা যাত্রা ফেডারেশন: বুধবার সকাল ১১টায় জেলা যাত্রা ফেডারেশনের উদ্যোগে জাতীয় শ্রমিকলীগ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক ও জেলা যাত্রা ফেডারেশনের সভাপতি মুক্তিযোদ্ধা এমএ খালেকের সভাপতিত্বে আনন্দ মিছিল ও শহরের সিটি কলেজ মোড়স্থ পুলিশিং কমিটির কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি জেলা যাত্রা ফেডারেশনের সিনি: সহ-সভাপতি মুক্তিযোদ্ধা লিয়াকত আলি গাজীর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন জেলা যাত্রা ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবু দুলাল চন্দ্র দেবনাথ, সাংগঠনিক সম্পাদক সালাম সানা, শংকরি হাজারি, এমএ হামিদ, ঝর্ণা, রবিন, সাহেব আলি, ভগপতি হাজারি, স্বপন কুমার মন্ডল, বাবু বিশ^ৎজিত, রেহেনা, জাহানারা, শেফালী, কবিতা, মনজু, অনিতাসহ সংগঠনের আরও অনেকে।
দেবহাটায় কৃষকলীগ: বুধবার বিকাল ৪টায় উপজেলা কৃষকলীগের আয়োজনে একটি শোভাযাত্রা ঈদগাহ বাজার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন কৃষকলীগ নেতৃবৃন্দ। উপজেলা কৃষকলীগের আহবায়ক ও ইউপি সদস্য নির্মল কুমার মন্ডলের সভাপতিত্বে বর্ণাঢ্য শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক আব্দুর রব লিটু, সদস্য সচিব হুমায়ুন কবির হীম, উপজেলা যুবলীগের সহ-সভাপতি গোলাম ময়নুদ্দীন, দেবহাটা কলেজ ছাত্রলীগের সভাপতি আহছানউল্লা কল্লোল, উপজেলা কৃষকলীগের সদস্য এমএ মামুন, সেলিম হোসেন, হোসেন আলী, আসলাম হোসেন বাপ্পি, আব্দুল্লাহ, ফারহাদ হোসেন, আরিবুল্লাহ গাজী, শওকাত হোসেন, তাপস কুমার পিন্টু, অশোক কুমার ঘোষ, অশিত চক্রবর্তী, শফিকুল ইসলাম খোকন, পারুলিয়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি ফরিজুল ইসলাম, সদস্য রবিউল ইসলাম, সৈয়দ আলী, হারীজুল ইসলাম, মিজানুর রহমান প্রমুখ।
সাতক্ষীরায় কৃষকলীগ: ৩০ ডিসেম্বর গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরা জেলা কৃষকলীগের আয়োজনে বর্ণাঢ্য শোভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন, জেলা কৃষকলীগের সভাপতি বাবু বিশ্বজিৎ সাধু, সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন, সহ-সভাপতি এড. নরনারায়ন ঘোষ, মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুর রশিদ, এড. নওশের আলী, স ম আতিয়ার রহমান, নুর আহম্মাদ লাল্টু, যুগ্ম সম্পাদক শেখ হেদায়েতুল ইসলাম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক গিয়াস উদ্দীন, স্থানীয় সরকার ও সমবায় বিষয়ক সম্পাদক আফজাল হোসেন, পৌর কৃষকলীগের সভাপতি শামছুজ্জামান জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, ডা: রুহুল আমিন, আবুল খায়ের, জাহাঙ্গীর হোসেন, শেখ আ: মঈন, ওবায়দুল, প্রদীপ, বাবলুর রহমান, বাপ্পী, আদর আলী, আনছার আলী, আব্দুল বারী, রবিউল ইসলাম, মোহাম্মদ আলী।
আশাশুনি উপজেলা ছাত্রলীগ: বুধবার সন্ধ্যায় গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে সমাবেশ ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে আনন্দ মিছিলটি বাজার, থানা ও উপজেলা সড়ক প্রদক্ষিণ শেষে জনতা ব্যাংক মোড় চত্ত্বরে সমাবেশে মিলিত হয়।
উপজেলা ছাত্রলীগের সভাপতি আসমাউল হোসাইনের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শওকত হোসেন, যুবলীগ নেতা আক্তারুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, সাংগঠনিক সম্পাদক মিঠুন ইসলাম, সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আশরাফুজ্জামান তাজ, সাধারণ সম্পাদক তানভীর রহমান রাজ, সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আল আমিন হোসেন, ছাত্রনেতা সাহারুল, তারিক, শাওন, শান্ত, এমদাদুল, রাফসান প্রমুখ।
কলারোয়ায় আওয়ামী লীগ: সাতক্ষীরার কলারোয়ায় মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ। সমাবেশ ও মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপন, সাধারণ সম্পাদক আলিমুল রহমান, যুগ্ম-সম্পাদক ও আগামি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, যুগ্ম সম্পাদক ইউপি চেয়ারম্যান সামসুদ্দিন মাসুদ বাবু, সাংগঠনিক সম্পাদক বেনজির হোসেন হেলাল, আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, ইউপি চেয়ারম্যান আসলামুল আলম আসলাম, ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান মফে, মফিজুল ইসলাম, মাস্টার হাফিজুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
ডুমুরিয়া যুবলীগ: ডুমুরিয়া উপজেলা যুবলীগের সমাবেশ ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ ডিসেম্বর) সকাল ১১টায় ডুমুরিয়া সদরে বিজয় র্যালী শেষে সমাবেশে উপজেলা যুবলীগের আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন জেলা যুবলীগ নেতা মোল্য¬া সোহেল রানা, জাহিদুল ইসলাম, শেখ ইকবাল হোসেন, রবিউল ইসলাম খান আন্টু, তুষার কান্তি মন্ডল, কামরুল ইসলাম মোড়ল, খান আবুল বাসার, মেহেদী হাসান রাজা প্রসূন বিশ্বাস পম্পি, দিলীপ মন্ডল, প্রভাষক ব্রোজেন সরকার, ইকতারুজ্জামান, ইসহাক, আসাদুজ্জামান মিন্টু, রোকনুজ্জামান মন্টু, দেবাশীষ বিশ্বাস, শহীদুল ইসলাম প্রমুখ।
শার্শা: গণতন্ত্রের বিজয় দিবস উদযাপন উপলক্ষে বুধবার বিকালে যশোরের শার্শা উপজেলা সদরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ১১টি ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড থেকে কয়েক হাজার নেতাকর্মী গণতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ দেন। এসময় জনসভায় রুপ নেয়। উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শার্শা থেকে নির্বাচিত সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন। উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল হক মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক নুরুজামান, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, চেয়ারম্যান সোয়ারাব হোসেন, আয়নাল হক, আব্দুর রশিদ, ইলিয়াজ কবির বকুল, আবুল কালাম, আব্দুল রহিম সর্দার প্রমুখ।
The post গণতন্ত্রের বিজয়ের দ্বিতীয় বছর পূর্তিতে বিভিন্নস্থানে আনন্দ র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3hxFm7Y
No comments:
Post a Comment