শ্রীউলা (আশাশুনি) প্রতিনিধি: আশাশুনি শ্রীউলায় ২০ মে ঘুর্ণিঝড় আম্পানে শ্রীউলা ইউনিয়নকে লন্ডভন্ড করে দিয়েছে। ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল জানান, নদীর বাঁধ ভেঙে গিয়েছিল ৮ জায়গায়। এরমধ্যে ৭ জায়গায় বাঁধ করা সম্ভব হলেও হাজরাখালি বেড়িবাঁধের কাজ করা সম্ভব হয়নি।
এজন্য শ্রীউলা ইউনিয়নের ২০টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। মানুষের ঘর বাড়ি নেই। সব কিছু যেন একাকার হয়ে গেছে বানের জলে। তিনি আরও বলেন, রিং বাঁধ হলেও মানুষের ঘের করার মতো কোন জায়গা নেই। ঘেরের মাটি যেন সব নদীর চরের মতো হয়েছে। দক্ষিণ অঞ্চলের মানুষের একমাত্র আয়ের উৎস বাগদা চিংড়ি চাষ। করোনা ভাইরাসের কারণে তাতেও এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।
The post আম্পানের ক্ষত এখনো শ্রীউলায় appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/37X7Epb
No comments:
Post a Comment