Monday, December 28, 2020

সাতক্ষীরায় পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে জাসদের অবস্থান কর্মসূচি https://ift.tt/eA8V8J

বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে সাতক্ষীরাতে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে প্রতি সোমবার জজকোর্টের সামনে অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়। প্রতিবারের ন্যায় ২৮ ডিসেম্বরও কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন, বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলার সভাপতি মুক্তিযোদ্ধা সরদার কাজেম আলী। সদর উপজেলা বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক দিদারুল আলম হেলালের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলার সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী, পৌর শাখার সাধারণ সম্পাদক আশরাফ সরদার, তালা উপজেলার সাধারণ সম্পাদক শাহিনুর রহমান, বাংলাদেশ ছাত্রলীগ বিসিএল সাতক্ষীরা জেলার সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোকলেছুর রহমান, পৌর নেতা আব্দুল্লাহ বিশ্বাস। উক্ত অবস্থান কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন মঞ্চের সমন্বয়ক এড. কাজী আব্দুল্লাহ আল হাবিব, এড. এবিএম সেলিম, সাবেক পিপি এড. ওসমান গণি, জাসদ আশাশুনি উপজেলার সদস্য সচিব কবি রুবেল, সাংবাদিক মুনসুর রহমান, সাতক্ষীরা পৌরসভার সাবেক কাউন্সিলর ওজিয়ার রহমান প্রমুখ।

বক্তারা সাতক্ষীরাতে অতিসত্ত্বর একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন, সবার জন্য উচ্চ শিক্ষার সুযোগ, শিক্ষা ক্ষেত্রের বৈষম্যের দূরীকরণের দাবি জানান। প্রেসবিজ্ঞপ্তি

The post সাতক্ষীরায় পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে জাসদের অবস্থান কর্মসূচি appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/37UjksQ

No comments:

Post a Comment