‘অন্যের দেওয়া টাকা কিংবা ওষুধে চিকিৎসা পাবে দুস্থ রোগীরা’-ঠিক এমনই চিন্তা ধারা থেকে সাতক্ষীরার নিউমার্কেটস্থ আব্বাস হোটেলের পাশে যাত্রা করেছে ফ্রি মেডিসিন ব্যাংক। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বিকাল ৪টায় এই মেডিসিন ব্যাংক উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা মেডিসিন শপের পরিচালক মোস্তফা মনোয়ার মিল্টন, হিউম্যানিটি ফার্স্টের স্বেচ্ছাসেবক মাসুদ রেজা, আছাউর রহমান, মাহদী হাসান, শেখ শাকিল হোসেন, মঙ্গল মন্ডল, আরাফাত রহমান প্রমূখ।
হিউম্যানিটি ফার্স্টের পরিচালক প্রভাষক ইদ্রিস আলী বলেন, ফার্মেসি থেকে ওষুধ কেনার সময় এখানে আপনি প্রয়োজনীয় কিছু ওষুধ রেখে যেতে পারেন। অথবা আপনার বাসায় পড়ে থাকা অব্যবহৃত ওষুধ এই মেডিসিন ব্যাংকে রাখতে পারেন। অথবা আপনি হয়তো ১০০০ টাকার ওষুধ কিনছেন, অন্তত ১০ টাকা আমাদের ফ্রি মেডিসিন ব্যাংকে দিতে পারেন। আপনার রাখা ওষুধ অথবা টাকা দিয়ে ওষুধ কিনতে পারে না এমন ব্যক্তিদের ওষুধ কিনে দেওয়া হবে। প্রেসবিজ্ঞপ্তি
The post সাতক্ষীরায় হিউম্যানিটি ফার্স্টের উদ্যোগে ফ্রি মেডিসিন ব্যাংক উদ্বোধন appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/38J8lld
No comments:
Post a Comment