সেলিম হোসেন: সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ী ইউনিয়নের ৬নং ওয়ার্ডে অসহায় গরীব প্রতিবন্ধীদের বিনামূল্যা চিকিৎসা সেবা ও বিভিন্ন সহায়তা প্রদান করেছেন পল্লী চিকিৎসক অর্জুন কুমার নাগ। পল্লী চিকিৎসক অর্জুন কুমার নাগ দীর্ঘ ৭ বছর ধরে আগরদাড়ী ইউনিয়নের ৬নং ওয়ার্ডে ৪৫জন প্রতিবন্ধীদের বিনামূল্যা চিকিৎসা সেবা ও বিভিন্ন সহাতায় প্রদান করে আসছেন। তিনি ২০১৩ সাল থেকে মানুষের চিকিৎসার পাশাপাশি এসব প্রতিবন্ধীদেরকে প্রতিবছর বিনামূল্য ঈদসামগ্রী, বস্ত্র ও শীতবস্ত্র কম্বল সহায়তা প্রদান করেন। পল্লী চিকিৎসক অর্জুন কুমার নাগ আগরদাড়ী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাঁশঘাটা গ্রামের গৌরপদ নাগ ও জ্যোৎন্সা নাগের পুত্র। পল্লী চিকিৎসক অর্জুন কুমার নাগ বলেন, মানুষ মানুষের জন্য, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তারাও এ সমাজের অংশ। তাই বাবুলিয়া এলাকার পল্লী চিকিৎসক মিজানুর রহমানের সার্বিক সহযোগিতায় আমার এলাকায় প্রতিবন্ধীদের বিনামূল্য চিকিৎসা সেবা ও সহায়তা প্রদান করি।
The post প্রতিবন্ধীদের বিনামূল্য চিকিৎসার সেবায় বাঁশঘাটার পল্লী চিকিৎসক অর্জুন appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/38307VH
No comments:
Post a Comment