Monday, December 28, 2020

আশাশুনিতে ইপিআরসির টিউবওয়েলের বিভিন্ন যন্ত্রাংশ বিতরণ https://ift.tt/eA8V8J

নিজস্ব প্রতিনিধি: আশাশুনি উপজেলায় ইপিআরসির টিউবওয়েলের বিভিন্ন যন্ত্রাংশ বিতরণ করা হয়েছে। সোমবার বিকালে উপজেলার শ্রীউলার নাকতাড়া বাজারে বিভিন্ন পাড়ায় ‘ইউনিসেফের’ অর্থায়নে ১৮ সেট টিউবওয়েলের যন্ত্রাংশ, মাস্ক, গ্লাভফস্ এবং হ্যান্ড সেনেটাইজার বিতরণ করা হয়। এছাড়া আনুলিয়া ১৫সেট, খাজরা ৪সেট, দরগাহপুর ৪সেট, কাদাকাটি ৪সেট, সাতক্ষীরা পৌরসভায় ৯ সেটসহ মোট ৫৪ সেট পার্স পাতি বিতরণ করা হয়। ৫৪ টা টিউবওয়েলের প্লাটফর্ম, ড্রেন মেরামত করা হয়েছে। এসময় স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে বিভিন্ন গ্রামে সরোজমিনে উপস্থিত ছিলেন ইপিআরসি’র এরিয়া কো-অডিনেটর আহসান কবির, টেনিং অফিসার সুমন খান, মনিটরিং অফিসার রাশেদুল আলম রাশেদ, ওয়াশ অফিসার মাহামুদুর ন্নবী, ইউনিয়ন সুপারভাইজার আব্দুর রশিদ, রায়হান উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন আরিফুজ্জামান আপন, নাছিম আলম, শ্যামলী মন্ডল, সাফিনা প্রমুখ। আশাশুনি উপজেলায় আর্সোনিক সেফ ইউনিয়ন প্রকল্পের অধিনে ইপিআরসি কতৃক নিরাপদ পানির পরিকল্পনা, আর্সোনিক, স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন, স্বাস্থ্যবিধি ও হাত ধোয়াসহ বিভিন্ন বিষয়ের উপর জনসচেতনামূলক কাজ করে জনসাধারণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করে যাচ্ছে। পাশাপাশি বিভিন্ন উন্নয়ন মূলত কাজ করতে দেখা যাচ্ছে।

The post আশাশুনিতে ইপিআরসির টিউবওয়েলের বিভিন্ন যন্ত্রাংশ বিতরণ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3hmVKrE

No comments:

Post a Comment