বুধহাটা (আশাশুনি) প্রতিনিধি: আশাশুনির শ্বেতপুরে বাংলাদেশ আহলে হাদীছ যুব সংঘের শ্বেতপুর (১) শাখা কমিটি গঠন করা হয়েছে। উপজেলার বুধহাটা ইউনিয়নের শ্বেতপুর মধ্যপাড়া আহলে হাদীছ জামে মসজিদে অনুষ্ঠিত নব গঠিত কমিটিতে ইমরান হোসেন ডালিমকে সভাপতি, আলমগীরকে সহ-সভাপতি, ওয়েস কুরুনকে সম্পাদক, রিপনকে সাংগঠনিক সম্পাদক, সোহাগ গাজীকে অর্থ সম্পাদক, কবিরুল গাজীকে প্রচার সম্পাদক, খলিলকে সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক, ইদ্রিস সরদারকে সমাজ কল্যাণ সম্পাদক ও মাছুদকে দপ্তর সম্পাদক করে আহলে হাদীছ যুব সংঘ শ্বেতপুর (১) শাখা কমিটি গঠন করা হয়েছে।
The post আশাশুনির শ্বেতপুর শাখা আহলে হাদীছ যুব সংঘ কমিটি গঠন appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2McnW4W
No comments:
Post a Comment