এম আইউব হোসেন, খোরদো (কলারোয়া): কলারোয়া উপজেলার দেয়াড়া কাশিয়াডাঙ্গা গ্রামের আজিজুল গাজীর স্ত্রী সখিনা বেগম ২৬ ডিসেম্বর সকাল ১০টার দিকে বাড়ির পাশে কুটির মাঠের, নিজের বন্ধকী জমিতে দুটি গর্ভবতী ছাগল বেঁধে রেখে বাড়িতে আসেন। কিছুক্ষণ পরে একই গ্রামের মৃত সুলতান মোল্যার পুত্র বদর উদ্দীন মোল্যা পুর্বের গোলযোগের জের ধরে সখিনার ঐ দুটি ছাগল মাঠের খেজুর গাছে বেঁধে রশির সাথে ঝুলিয়ে রেখে চলে যায়। গ্রামের একদল কুকুর ঐ দুটি ছাগল কামড়িয়ে কামড়িয়ে ক্ষত বিক্ষত করে। কুকুরের কামড়ের যন্ত্রণায় ছুটাছুটির এক পর্যায়ে দুটি ছাগল ঘটনার স্থলে মারা যায়। ২৭ ডিসেম্বর ছাগলের মালিক সখিনা খাতুন বাদী হয়ে কলারোয়া থানা শিক্ষক বদর উদ্দীনের বিরুদ্ধে দুটি ছাগলের মৃত্যুর ঘটনা উল্লেখ করে ১টি লিখিত অভিযোগ করেছেন। শিক্ষক বদর উদ্দীন দুটি ছাগলের মৃত্যুর ঘটনায় কিছুই জানেন না বলে দাবি করে ফসলের ক্ষয়ক্ষতির বিবরণ দিয়েছেন। খোরদো ফাড়ির এসআই মামুনুর রহমান মামুন দৈনিক পত্রদূত প্রতিনিধিকে জানিয়েছে দুটি ছাগলের মৃত্যুর ঘটনায় সখিনা খাতুন স্বাক্ষরিত ১টি লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনার তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
The post কুকুরের কামড়ে দুই ছাগলের মুত্য: থানায় অভিযোগ appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/34PcqmJ
No comments:
Post a Comment