Tuesday, December 29, 2020

সাতক্ষীরা জেলা পরিষদ প্রাঙ্গণে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন https://ift.tt/eA8V8J

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদ প্রাঙ্গণে ২০১৯-২০ অর্থবছরে রাজস্ব বাজেট বরাদ্দের আওতায় গৃহীত উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে ফলক উন্মোচন করেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য মো. আল ফেরদাউস আলফা, মো. মনিরুল ইসলাম, মো. মতিয়ার রহমান গাজী, হিসাবরক্ষক মো. আবু হোরাইরা প্রমুখ।

এসময় সাতক্ষীরা জেলা পরিষদের নিজস্ব অর্থায়নে ১৫ লক্ষ ৩৬ হাজার ৪৭৮ টাকা ব্যয়ে পরিষদ চত্ত্বরে পুকুরের গাইড ওয়াল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন, জেলা পরিষদ অফিস কম্পাউন্ডের দক্ষিণ পার্শ^স্থ জায়গায় ২২ লক্ষ ৮০ হাজার টাকা ব্যয়ে শিশু পার্ক নির্মাণ কাজের উদ্বোধন ও জেলা পরিষদের অফিস কম্পাউন্ডে ২ লক্ষ ২৯ হাজার ৪৩৭ টাকা ব্যয়ে গাড়ি পার্কিং নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়েছে।

এছাড়াও গৃহীত প্রকল্পের নির্মাণাধীন কাজের মধ্যে রয়েছে-জেলা পরিষদ কম্পাউন্ডে ১৩লক্ষ ১৭ হাজার ৮শ’৪৮ টাকা ব্যয়ে মেইন গেট নির্মাণ, এছাড়াও ৩২ লক্ষ টাকা ব্যয়ে জেলা পরিষদ ভবন সংস্খার, ৬৩ লক্ষ ৬৭ হাজার ৫৬ টাকা ব্যয়ে জেলা পরিষদ অফিসের এ্যাপ্রোচ রাস্তা পুন:নির্মাণ, ৩১ লক্ষ ৪৯ হাজার ৯শ’৭৯ টাকা ব্যয়ে জেলা পরিষদের এন্টারন্যাল রাস্তা নির্মাণ ওয়ার্কিং ওয়ে, ৭ লক্ষ ২৮ হাজার টাকা ব্যয়ে জেলা পরিষদ অফিসের মধ্যে অবস্থিত পুকুরের চার পাশের্^র রাস্তা নির্মাণ, ১৫ লক্ষ ৬৩ হাজার ৪৭৮ টাকা ব্যয়ে জেলা পরিষদ অফিসের মধ্যে অবস্থিত পুকুরের গাইড ওয়াল নির্মাণ, ১৩ লক্ষ ৩৩ হাজার টাকা ব্যয়ে জেলা পরিষদ অফিসের মধ্যে অবস্থিত পুকুরের সাউড রেলিং, ২৪ লক্ষ ৩৬ হাজার ১৫৪ টাকা ব্যয়ে জেলা পরিষদ অফিসের সীমানা প্রাচীর পুন:নির্মাণ, ২২ লক্ষ ৮০ হাজার টাকা ব্যয়ে জেলা পরিষদ অফিস কম্পাউন্ডের দক্ষিণ পাশের্^র জায়গায় শিশু পার্ক নির্মাণ, ১০ লক্ষ ৭ হাজার ৩৬৬ টাকা ব্যয়ে জেলা পরিষদ অফিস কম্পাউন্ডের ড্রেন নির্মাণ, ২ লক্ষ ২৯ হাজার টাকা ব্যয়ে জেলা পরিষদ কম্পাউন্ডে গাড়ি পার্কিং ও ৪ লক্ষ ৯০ হাজার টাকা ব্যয়ে জেলা পরিষদের মালিকানাধীন সাবরেস্ট হাউজ-০১ ও ০২ এর সীমানা প্রাচীর নির্মাণসহ মোট ১৪টি মেঘা প্রকল্প বাস্তবায়ন হতে যাচ্ছে। সাতক্ষীরা জেলা পরিষদ প্রাঙ্গণে ২০১৯-২০ অর্থবছরে রাজস্ব বাজেট বরাদ্দের আওতায় দুই কোটি চুয়াত্তর লক্ষ আশি হাজার টাকায় গৃহীত ১৪টি মেঘা প্রকল্প (জেলা পরিষদ কম্পাউন্ডে) বাস্তবায়ন করা হচ্ছে।

The post সাতক্ষীরা জেলা পরিষদ প্রাঙ্গণে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3rFix6E

No comments:

Post a Comment