নিজস্ব প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় বর্ষ পূর্তিতে ৩০ ডিসেম্বর গণতন্ত্রের বিজয় দিবস-২০২০ উপলক্ষে বিজয় সমাবেশ ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ৩০ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় জেলা আওয়ামী লীগের আয়োজনে শহিদ আব্দুর রাজ্জাক পার্কে বিজয় সমাবেশ পূর্বক একটি বিজয় মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিজয় সমাবেশে মিলিত হয়। সমাবেশে সভাপতিত্ব করে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মোবাইল ফোনযোগে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য মুনসুর আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুর রশিদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, সদর উপজেলা যুবলীগের সভাপতি মো. মিজানুর রহমান। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ শাহীদ উদ্দিন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. মনসুর আহমেদ, আসাদুজ্জামান অসলে, সাবেক সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাসানুল ইসলাম, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কহিনুর ইসলামসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশীদ।
সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে শেখ হাসিনার ১১ বছরের উন্নয়নের ছোঁয়া পড়েনি সারাদেশে এমন জায়গায় খুঁজে পাওয়া কঠিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার প্রতিশ্রুতি মোতাবেক দেশের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন। উন্নয়নের ধারাবাহিকতায় রাস্তা-ঘাট, সৌর বিদ্যুৎ, উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন নির্মাণ হয়েছে। এই উন্নয়নের ধারা অব্যাহত থাকলে ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে। এছাড়াও করোনাকালে উন্নত বিশ্বের দেশগুলোকে পিছনে ফেলে সাফল্যের সাথে করোনা মোকাবেলায় একটি দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ-যার থেকে শিক্ষা নিতে আগ্রহী অনেক উন্নত রাষ্ট্র। এছাড়াও নদী তীরবর্তী এলাকার মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৬৮০ কোটি টাকার বাঁধ নির্মাণের জন্য একটি প্রকল্প অনুমোদন করেছেন। বক্তারা অশুভ শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
The post সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিজয় সমাবেশ ও আনন্দ মিছিল appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/34Xg2mG
No comments:
Post a Comment