দৈনিক পত্রদূতের উপদেষ্টা সম্পাদক আবুল কালাম আজাদের বড় ভাই চেম্বার অব কমার্সের পরিচালক ও বিশিষ্ট ব্যবসায়ী গোলাম আজম হঠ্যাৎ গুরুতর অসুস্থ হওয়ায় হেলিকপ্টারে ঢাকার সিএমএইচে নেওয়া হয়েছে।
বুধবার সকাল ১১টায় সাতক্ষীরা স্টেডিয়াম থেকে তাকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, দৈনিক পত্রদূতের উপদেষ্টা সম্পাদক আবুল কালাম আজাদের বড় ভাই চেম্বার অব কমার্সের পরিচালক ও বিশিষ্ট ব্যবসায়ী গোলাম আজম মঙ্গলবার গভীর রাতে বুকে ব্যথা অনুভব করলে প্রথমে সাতক্ষীরা ন্যাশনাল হাসপাতাল ভর্তি করা হয়। সেখান থেকে সকালে সিবি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা ৫৭ বছর বয়সী গোলাম আজমের শারিরীক অবস্থা দেখে তাকে ঢাকার সিএমএইচের রেফার করেন। তার সুস্থ্যতার জন্য পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।
The post পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের বড় ভাইকে হেলিকপ্টারে ঢাকায় নেওয়া হয়েছে appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3pxFmaG
No comments:
Post a Comment